11/22/2024 কোটা আন্দোলন : যুক্তরাষ্ট্র-কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশিদের মানববন্ধন
মুনা নিউজ ডেস্ক
১৮ জুলাই ২০২৪ ০৮:৩০
বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা। স্থানীয় সময় ১৬ জুলাই মঙ্গলবার ও ১৭ জুলাই বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তাঁরা মানববন্ধন করেন।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেন মিশিগান স্টেট ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীরা। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৭টায় বিশ্ববিদ্যালয়ের স্কেনডালারিস ফুটবল সেন্টারের সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
একই দাবিতে মানববন্ধন করেছে লুইসিয়ানা স্টেট ইউনিভার্সিটি (ইউএসএ) বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএ), বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অ্যাট দ্য ইউনিভার্সিটি অব আইওয়া (বিএসএইউআই), বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটি কলেজ স্টেশন।
এছাড়া, কানাডার নিউফাউন্ডল্যান্ড মেমোরিয়াল ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীরা বাংলাদেশের ছাত্র আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মানববন্ধন করেছে। এর বাইরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে স্টেট লাইব্রেরির সামনে বিক্ষোভ করে বাংলাদেশি ছাত্র কমিউনিটি।
মানববন্ধনে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়তে শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তাঁরা জাতীয় পতাকাসহ নিজেদের দাবি সংবলিত প্ল্যাকার্ড বহন করেন। মানববন্ধন থেকে কোটার যৌক্তিক সংস্কার এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.