11/13/2024 ট্রাম্পের রিটার্ন, রানিংমেট হিসেবে কট্টরসমালোচক ভ্যান্সের নাম ঘোষণা
মুনা নিউজ ডেস্ক
১৬ জুলাই ২০২৪ ০৮:৪৫
রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের শুরুতেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ট্রাম্পের কট্টরসমালোচক সিনেটর জে.ডি. ভ্যান্সকে তার উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বেছে নিয়েছেন।
১৬ জুলাই, সোমবার ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘উপ-রাষ্ট্রপতি হিসেবে জে.ডি. আমাদের সংবিধানের জন্য লড়াই চালিয়ে যাবেন, আমাদের সৈন্যদের পাশে থাকবেন এবং আমেরিকাকে আবার মহান করতে আমাকে সর্বাত্মক সাহায্য করবেন।’
মিলওয়াকির ফিসার্ভ ফোরামে চার দিনব্যাপী এই সম্মেলনের সূচনা হয়েছে। এর দুইদিন আগেই পেনসিলভানিয়ায় এক হত্যার চেষ্টা থেকে বেঁচে যান ট্রাম্প। একটি ফেডারেল আদালত ট্রাম্পের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা খারিজ করে দেওয়ার কয়েক ঘণ্টা পরেই এই ঘোষণা আসলো যা তার জন্য এক বড় আইনি জয়।
ট্রাম্প আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার এক প্রাইমটাইম ভাষণে দলের মনোনয়ন গ্রহণ করবেন এবং ৫ই নভেম্বর নির্বাচনে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনকে চ্যালেঞ্জ জানাবেন।
জনমত জরিপে দেখা যাচ্ছে, ৭৮ বছর বয়সী ট্রাম্প এবং ৮১ বছর বয়সী বাইডেনের লড়াই হবে টানটান। ট্রাম্প এখনও দাবি করে যাচ্ছেন যে ২০২০ সালে ব্যাপক জালিয়াতির কারণে তিনি বাইডেনের কাছে হেরেছিলেন এবং তিনি পরাজয় স্বীকার করবেন কিনা তা নিশ্চিত করেননি।
হত্যার চেষ্টার ঘটনার পর, ট্রাম্প বলেছেন যে তিনি বাইডেনের সঙ্গে তার মতবিরোধ তুলে ধরার পরিবর্তে জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে তার ভাষণে পরিবর্তন আনতে যাচ্ছেন।
ট্রাম্প ওয়াশিংটন এক্সামিনারকে বলেন, ‘এটি পুরো দেশকে, এমনকি পুরো বিশ্বকে একত্রিত করার সুযোগ। ভাষণটি অনেক আলাদা হবে, দুইদিন আগের তুলনায় অনেকটাই আলাদা।’ হত্যাকারীর গুলিতে ট্রাম্পের ডান কানে আঘাত লেগেছে, তবে তেমন কোনও ক্ষতি হয়নি।
ট্রাম্প বলেন, নথিপত্রের মামলা খারিজের পর, তার বিরুদ্ধে অন্যান্য মামলাও খারিজ হওয়া উচিত। ২০২০ সালের নির্বাচনে তিনি কীভাবে পরাজয় এড়াতে চেয়েছিলেন, সেই বিষয়ে ওয়াশিংটনে একটি ফেডারেল মামলা এবং জর্জিয়ায় একটি রাজ্য মামলা – এই দুটি মামলার বিচারের অপেক্ষায় আছেন তিনি।
গত ১ জুলাই সুপ্রিম কোর্টের এক রায়ের ফলে এই দুটি মামলাই জটিল হয়ে উঠতে পারে। রায়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট থাকাকালীন তিনি যেসব পদক্ষেপ নিয়েছিলেন তার অনেকগুলির জন্যই তিনি আইনের ঊর্ধ্বে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.