11/22/2024 রাশিয়ার ভেতরে হামলা সমর্থন করে না যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস
মুনা নিউজ ডেস্ক
৩১ মে ২০২৩ ১৮:০০
যুক্তরাষ্ট্র এখনো মস্কোতে ড্রোন হামলার খবরে তথ্য সংগ্রহ করছে। মঙ্গলবার হোয়াইট হাউস বলেছে, ওয়াশিংটন রাশিয়ার ভেতরে হামলা সমর্থন করে না। ইউক্রেনকে তাদের অঞ্চল পুনরুদ্ধারে সহায়তা করার দিকে যুক্তরাষ্ট্র মনোনিবেশ করছে।
হোয়াইট হাউসের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা খবরটি দেখেছি এবং এখনো কী ঘটেছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করছি।
সাধারণ বিষয় হিসেবে, আমরা রাশিয়ার ভেতরে হামলাকে সমর্থন করি না।’
মুখপাত্র বলেন, ওয়াশিংটন ‘ইউক্রেনকে তাদের নিজস্ব সার্বভৌম অঞ্চল পুনরুদ্ধার করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং প্রশিক্ষণ প্রদানের দিকে মনোনিবেশ করেছিল।’ মে মাসে ১৭ বার ড্রোন বা ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা কিয়েভে রাশিয়ান হামলার দিকেও তিনি ইঙ্গিত করেন।
অন্যদিকে রাশিয়া বলেছে, ইউক্রেনীয় ড্রোন মঙ্গলবার মস্কোর ধনী জেলাগুলোতে আঘাত করেছে।
যেখানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং অন্য রাশিয়ান অভিজাতদের বাসস্থান রয়েছে তারা এমন এলাকাগুলোকে লক্ষ্য করেছে। মস্কোর মেয়রের মতে, হামলার ঘটনায় দুজন আহত হয়েছেন।
পুতিন বলেছেন, মঙ্গলবারের হামলা রাশিয়াকে ভয় দেখানো এবং উসকে দেওয়ার একটি প্রচেষ্টা। রাজধানীর চারপাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হবে বলেও জানান তিনি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.