11/13/2024 ইসরায়েলের স্বার্থে কাজ করতে পারবে না ন্যাটো, হুংকার এরদোয়ানের
মুনা নিউজ ডেস্ক
১২ জুলাই ২০২৪ ১১:৫৪
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, কোনোভাবেই ন্যাটো ইসরায়েলের সাথে অংশীদারিত্বমূলক কাজ অব্যাহত রাখতে পারবে না।
১২ জুলাই শুক্রবার এক সম্মেলনে এরদোয়ান বলেছেন, ‘যতোক্ষণ ফিলিস্তিনে টেকসই শান্তি স্থাপিত না হবে ততোক্ষণ ইসরায়েলের সাথে ন্যাটোর সহযোগিতামূলক যেকোনো কাজের অনুমোদন দেবে না তুরস্ক।’
সেই সাথে এরদোয়ান জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে তুরস্ক।
এরদোয়ান আরও জানিয়েছেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে দেখা করবেন। সেখানেই শুরু হবে সিরিয়ার সাথে সম্পর্ক পুনঃস্থাপনের আলাপ।
এরদোয়ান আগেও জানিয়েছিলেন, যেকোনো সময়ই সিরিয়ার সাথে সম্পর্ক পুনঃস্থাপনের আলাপের দুয়ার খোলা আছে, সেই হিসাবেই আসাদকে নিমন্ত্রণ করা হবে।
এসময় যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-১৬ যুদ্ধবিমান পাওয়া প্রসঙ্গে এরদোয়ান বলেছেন, ‘আমি বাইডেনের সাথে এ বিষয়ে কথা বলেছি। আগামী ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যেই আমরা এই সমস্যার সমাধান করবো।’
সূত্র: রয়টার্স
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.