11/13/2024 ৮০ বছরের মধ্যে ‘সবচেয়ে খারাপ’ অবস্থায় যুক্তরাজ্যের অর্থনীতি
মুনা নিউজ ডেস্ক
৯ জুলাই ২০২৪ ১১:৫৩
যুক্তরাজ্যের নবনিযুক্ত অর্থমন্ত্রী রাচেল রিভস বলেছেন, দেশটির অর্থনীতি গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। পূর্ববর্তী কনজারভেটিভ সরকারের উত্তরাধিকার সূত্রে পাওয়া এই অর্থনৈতিক পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলেও মন্তব্য করেছেন তিনি।
৮ জুলাই, সোমবার অর্থমন্ত্রী হিসেবে দেওয়া প্রথম ভাষণে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে যে সতর্কবার্তা দিচ্ছিলাম, গত তিনদিনে খুঁজে পাওয়া সমস্যাগুলো সেগুলোকেই সঠিক প্রমাণিত করেছে।’
তিনি আরও বলেন, ‘আমি আগেই বলেছিলাম, এবারের নির্বাচনে যে জিতবে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক পরিস্থিতির উত্তরাধিকারী হবে।’
ঋষি সুনাকের সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘বিভিন্ন ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, সিদ্ধান্তগুলো আটকে যাওয়াসহ নানা কারণে আমাদের অর্থনীতি পিছিয়ে গেছে।’
রিভস আরও বলেন, ‘তারা এমন একটি সরকার গঠন করেছিল, যারা দলকে প্রথম এবং দেশকে দ্বিতীয় অবস্থানে রাখে।’
তিনি টোরিদের ১৪ বছরের শাসনামেলে অর্থনৈতিক বিশৃঙ্খলা ও দায়িত্বহীনতাকে বর্তমান অর্থনৈতিক দুর্দশার জন্য দায়ী করেন এবং অবিলম্বে এর মূল্যায়ন ও যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে একটি রিপোর্ট তৈরির নির্দেশ দিয়েছেন, যা গ্রীষ্মকালীন অবকাশের আগেই পার্লামেন্টে উপস্থাপন করা হবে।
ব্রিটিশ অর্থমন্ত্রী বলেন, যদি ২০১০ সাল থেকে যুক্তরাজ্যের অর্থনীতি ওইসিডি অর্থনীতির গড় হারেও বৃদ্ধি পেত, তাহলে এটি ১৪০ বিলিয়ন পাউন্ড বা ১৮০ বিলিয়ন ডলার বেশি হতো। শুধু গত বছরই অতিরিক্ত ৫৮ বিলিয়ন পাউন্ড রাজস্ব আদায় করা সম্ভব হতো, যা আমাদের সরকারি সেবাগুলো ভালোভাবে টিকিয়ে রাখা সম্ভব হতো।
রিভস আশা প্রকাশ করে বলেন, নতুন সরকারের নীতি এবং প্রতিশ্রুতির মাধ্যমে ভঙ্গুর এই অর্থনীতির মজবুত ভিত্তি তৈরি করা সম্ভব হবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.