11/25/2024 সমকামিতাকে স্বাগত জানানো হবে না: এরদোগান
মুনা নিউজ ডেস্ক
৩০ মে ২০২৩ ১১:০৬
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তার বিজয়ী ভাষণে সমকামিতার বিরুদ্ধে নিজের অবস্থান ঘোষণা করেছেন এবং কথিত পশ্চিমা উদারপন্থী এই মতাদর্শকে কখনোই দেশে প্রবেশ করতে দেয়া হবে না বলে তিনি সুস্পষ্টভাবে জানিয়েছেন। তিনি বলেছেন, সমকামিতাকে কখনো তার সরকার এবং দল স্বাগত জানাবে না।
২৮মে, রোববার সন্ধ্যায় তুরস্কের সর্বোচ্চ নির্বাচন পরিষদ এরদোগানের বিজয় নিশ্চিত করার কথা ঘোষণা করে। তিনি নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারওগ্লুকে পরাজিত করেছেন।
রান অফ নির্বাচনের সময় এরদোগান বারবারই প্রতিদ্বন্দ্বী কিলিচদারওগ্লু ও তার জোটকে সমকামীপন্থী বলে অভিযোগ করেছেন। নির্বাচনে বিজয়ের পর ইস্তাম্বুল শহরে জনগণের উদ্দেশ্যে দেয়া ভাষণ এরদোগান আবারো একই অভিযোগ করেন।
তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ক্ষমতাশীন একে পার্টি কি সমকামিতাকে সমর্থন করবে? তিনি নিজেই বলেন, তার দল ও জোট সবসময় তুরস্কের ঐতিহ্যবাহী মূল্যবোধকে রক্ষা করবে।
তিনি বলেন, "প্রতিটি নির্বাচনই আমাদের জন্য নতুন করে জেগে ওঠার পথ তৈরি করে। আমাদের কাছে খুব পরিবার পবিত্র। কেউ পরিবারের বিরুদ্ধে কথা বলতে পারে না। নারীর প্রতি সহিংসতা নিষিদ্ধ, এটা হারাম।"
এরদোগান বলেছেন, সমকামিতাকে কখনো তার সরকার এবং দল স্বাগত জানাবে না।
নতুন প্রেসিডেন্টের এমন বক্তব্যের সমালোচনা করেছেন তুরস্কের বিরোধী দলের নেতারা। পাশপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এর নিন্দা জানিয়েছে তুরস্কসহ বিশ্বের অন্যান্য দেশের সমকামীরা। তারা বলছেন, এটি মানবাধিকারের প্রশ্ন, এরদোগান তাতে হস্তক্ষেপ করছেন।
সূত্র : সিবিএস নিউজ
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.