11/22/2024 জিন্নাহ হাউসে হামলার ঘটনায় ইমরান খানকে তলব
মুনা নিউজ ডেস্ক
৩০ মে ২০২৩ ১০:১১
জিন্নাহ হাউস নামে পরিচিত লাহোর কর্পস কমান্ডার হাউসে হামলার ঘটনায় ইমরান খানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। ৯ মে জিন্নাহ হাউসে হামলার পর পাকিস্তানে একটি তদন্তকারী দল (জেআইটি) গঠন করা হয়।
গঠিত যৌথ তদন্তকারী দল (জেআইটি) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে জিজ্ঞাসাবাদের জন্য কিল্লা গুজ্জার পুলিশ সদরদপ্তরে তলব করেছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৪টায় ইমরান খানকে কিল্লা গুজ্জার পুলিশ সদরদপ্তরে উপস্থিত হতে বলা হয়েছে। খবর জিও টিভির।
এই হামলার ঘটনায় সারোয়ার রোড থানায় করা মামলার সঙ্গে ইমরান কতটুকু সম্পৃক্ত, তা নির্ধারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ, তিনি কারারুদ্ধ অবস্থায় 'জিন্নাহ হাউস'-এ হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটে উৎসাহ যুগিয়েছেন। যৌথ তদন্ত কমিটির প্রধান লাহোরের ডিআইজি (তদন্ত) কামরান আদিল সাবেক প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে এই সমন জারি করেন। লাহোরের পুলিশ প্রধান বিলাল সিদ্দিক কামিয়ানা ইমরান খানের বিরুদ্ধে সমন জারির বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন।
সূত্র : জিও টিভি
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.