11/22/2024 ইসলামের দাওয়া কাজে মিডিয়ার বিকল্প নেই
মুনা নিউজ-ডেস্ক
২ মে ২০২৩ ০৮:৪৬
‘বর্তমান বিশ্ব মিডিয়ার উপর নির্ভরশীল। তাই বর্তমান পৃথিবীতে ইসলামের দাওয়া কাজে মিডিয়াই মুখ্য ভূমিকা পালন করতে পারে; এ কাজে মিডিয়ার কোন বিকল্প নেই।’ গত ৩ এপ্রিল এ ইস্ট জোনের মিডিয়া ওয়ার্কশপে আলোচকগণ এ কথাগুলো বলেন।
ওয়ার্কশপে অতিথি আলোচকদের মধ্যে ছিলেন- মুনা ন্যাশনাল কমিউনিকেশন, মিডিয়া এন্ড কালচারাল টিম মেম্বার ড. নাকিবুর রহমান এবং মুনা বুলেটিন ও বাফেলো বাংলা’র সম্পাদক নিয়াজ মাখদুম। ওয়ার্কশপের শুরুতে আল-কুরআন থেকে দারস পেশ করেন ফারুক আহমদ। এরপর উদ্বোধনী বক্তব্য রাখেন মুনা ন্যাশনাল এসিসট্যান্ট এক্সিকিউটিভ ডাইরেক্টর ও ন্যাশনাল কমিউনিকেশন, মিডিয়া এন্ড কালচারাল ডাইরেক্টর ব্রাদার আনিসুর রহমান। সমাপনী বক্তব্য ও দোয়া পরিচালনা করেন ইস্ট জোনের এক্সিকিউটিভ ডাইরেক্টর ব্রাদার মাহমুদুল কাদের তাফাদার।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.