12/04/2024 মুনা নিউজার্সি নর্থ চ্যাপ্টারের উদ্যোগে এডুকেশন সেশন অনুষ্ঠিত
মুনা নিউজ ডেস্ক
২ জুলাই ২০২৪ ১২:২২
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা – মুনা নিউজার্সি নর্থ চ্যাপ্টারের উদ্যোগে এডুকেশন সেশন অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জুন, রবিবার সকাল ১০.৩০ থেকে থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত মুনা সেন্টার অফ পেটারসনে এই সেশনটির আয়োজন করা হয়।
এডুকেশন সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ন্যাশনাল স্যোশাল সার্ভিস ডিপার্টমেন্ট ডিরেক্টর আবদুল্লাহ আল আরিফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মাহমুদুল কাদের তফাদার।
এডুকেশন সেশনের সভাপতিত্ব করেন চ্যাপ্টার প্রেসিডেন্ট সামির উদ্দিন এবং পরিচালনা করেন চ্যাপ্টার সেক্রেটারি মো. আব্দুল মান্নান।
এডুকেশন সেশনে পবিত্র কুরআনের দারসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করেন বক্তারা।
একদিনব্যাপী এই এডুকেশন সেশনে অ্যাসোসিয়েট সদস্যরা ছাড়াও ১০০ এর বেশি নারী, পুরুষ এবং শিশু-কিশোর উপস্থিত ছিলেন। সেশনে উপস্থিত সবার জন্য সকালের নাস্তা এবং দুপুরের খাবারের আয়োজন করা হয়।
আকবর উদ্দিন
মুনা ইস্ট জোন
কমিউনিকেশন, মিডিয়া এবং কালচারাল ডিপার্টমেন্ট
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.