11/22/2024 মুসলিম বিশ্বের অতীত গৌরব উদ্ধার সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা
মুনা নিউজ ডেস্ক
৩০ মে ২০২৩ ০৭:৫৮
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ও তার পৃষ্ঠপোষকদের নীতি হচ্ছে পশ্চিম এশিয়ায় অনৈক্য ও বিভেদ সৃষ্টি করা এবং অশান্তি ছড়িয়ে দেওয়া। এই অঞ্চলের সব দেশেরই এই বিষয়টির ওপর গুরুত্ব দেওয়া উচিৎ।
২৯ মে, সোমবার ওমানের সুলতান হেইসাম বিন তারেক আলে সাঈদ ও তার সফরসঙ্গীরা তেহরানে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।
আয়াতুল্লাহ খামেনেয়ী আরও বলেন, 'আশা করি মুসলিম সরকারগুলোর মধ্যে সম্পর্ক জোরদারের মধ্যদিয়ে মুসলিম উম্মাহ তার অতীত গৌরব, সম্মান ও মর্যাদা উদ্ধার করতে সক্ষম হবে। একইসঙ্গে মুসলিম দেশগুলোর সম্মিলিত সক্ষমতা ও সুযোগ-সুবিধা সব মুসলমান এবং সব মুসলিম দেশ ও সরকারের কল্যাণে ব্যবহৃত হবে।'
ওমানের সঙ্গে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, 'আমি মনে করি ইরান ও ওমানের মধ্যে সব ক্ষেত্রে সম্পর্ক জোরদার হলে তা উভয় পক্ষের স্বার্থ রক্ষা করবে। এই দুই দেশের মধ্যে সহযোগিতা খুবই জরুরি, কারণ গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী এই দুই দেশের পানি সীমায় পড়েছে।'
মিশরের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়ে মিশরের আগ্রহকে স্বাগত জানাই। এ ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই।
তিনি বলেন- প্রেসিডেন্ট জনাব রায়িসি প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের যে সুনীতি গ্রহণ করেছেন, তার ফলে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের মতো ঘটনাগুলো ঘটছে।
সূত্র : পার্সটুডে
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.