11/24/2024 ইরাকের ঐতিহাসিক আল-নুরি মসজিদ থেকে ৫টি আইএস বোমা উদ্ধার
মুনা নিউজ ডেস্ক
৩০ জুন ২০২৪ ০৩:৪৩
ইরাকের উত্তরে মসুল শহরের ঐতিহাসিক আল-নুরি মসজিদের দেয়ালে লুকানো পাঁচটি বড় বোমা পাওয়া গিয়েছে। মূলত এই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড দি লেভান্ত (আইএসআইএল) এর শাসনের সময় বোমাগুলো মসজিদে লুকিয়ে রাখা হয়। ৩০ জুন, রোববার এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ১২ শতকের দিকে মসজিদটি হেলানো মিনারের জন্য বিখ্যাত ছিল। ২০১৭ সালে আইএসআইএল মসজিদটি ধ্বংস করে। এরপর ২০২০ সাল থেকে এটি পুনরুদ্ধার করার কাজ শুরু করে।
জাতিসংঘের এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় গত মঙ্গলবার প্রার্থনা হলের দক্ষিণ দেয়ালের ভেতরে পাঁচটি বড় মাপের বিস্ফোরক ডিভাইস পাওয়া যায়।
শনিবার ইউনেস্কোর এক বিবৃতিতে বলা হয়েছে, “এই বিস্ফোরকগুলো বিশেষভাবে তৈরি করা পুনর্নির্মিত দেয়ালের ভেতরের অংশের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল।
ইরাকি কর্তৃপক্ষকে জানিয়েছে, ‘এলাকাটি ইতোমধ্যে সুরক্ষিত করা হয়েছে এবং পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। একটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে এবং অপসারণ করা হয়েছে। বাকিগুলো একটি আরেকটির সাথে সংযুক্ত। শীঘ্রই সেগুলোকে নিষ্ক্রিয় করা হবে।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.