11/22/2024 সিলেটের কুলাউড়ায় বন্যা, লোকসান ও জনগণের দুর্ভোগের কথা বললেন এমপি নাদেল
মুনা নিউজ ডেস্ক
২৮ জুন ২০২৪ ০৮:৪৭
সিলেটের কুলাউড়া উপজেলায় ১৭ জুন রাত থেকে শুরু হয়েছে ব্যাপক বন্যা। এতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। পার হয়ে গেছে ১৩ দিন। এত দিন পরেও রাস্তাঘাট এখনও পানির নিচে। উপজেলার ৮ ইউনিয়ন ও ১ পৌরসভায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ কোটি টাকা।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে কুলাউড়া আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে সংসদ সদস্য জানান, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাকা ও কাঁচা রাস্তার। ৫০ কি.মি. পাকা রাস্তা ও ১৫০ কি.মি. কাঁচা রাস্তার ক্ষতি হয়েছে, যা মেরামত করতে ২৫ কোটি টাকা লাগবে। ৫০০০ ঘর-বড়ির ক্ষতি হয়েছে, যা মেরামত করার জন্য প্রয়োজন ১০ কোটি টাকা। ৯৪টি পুকুরের মাছ ভেসে গেছে, যার ক্ষতির পরিমাণ কোটি টাকা। এছাড়াও ৮২০ হেক্টর কৃষি জমির ধান নষ্ট হয়েছে। সব মিলিয়ে কুলাউড়ায় বন্যায় ক্ষতির পরিমাণ ৪০ কোটি টাকা।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদসহ প্রশাসনের কমকর্তারা উপস্থিত ছিলেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.