11/22/2024 ট্রাম্পের সঙ্গে তর্কে জিততে বাইডেনকে হিলারির পরামর্শ
মুনা নিউজ ডেস্ক
২৬ জুন ২০২৪ ০৮:৩৭
সামনে প্রেসিডেন্ট নির্বাচন। এই উপলক্ষে আগামীকাল ২৭ জুন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প নিজেদের প্রথম বিতর্কে অংশ নিতে যাচ্ছেন। এই দুই রাজনীতিকের বিতর্ক নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প উভয়ের সঙ্গেই ্র আগেও বিতর্ক করেছেন হিলারি ক্লিনটন। সেই অভিজ্ঞতা থেকেই তিনি গতকাল মঙ্গলবার নিউইয়র্ক টাইমসে একটি কলাম লিখেছেন। প্রকাশিত কলামে ট্রাম্পের সঙ্গে বিতর্কের অভিজ্ঞতা তুলে ধরেছেন হিলারি এবং আটলান্টার সিএনএন স্টুডিওতে অনুষ্ঠেয় বাইডেন-ট্রাম্প বিতর্কের প্রথম রাউন্ডের জন্য বাইডেনকে পরামর্শও দিয়েছেন।
হিলারি ওই কলামে লিখেন, বিতর্কের সময় ট্রাম্প বাধা দেন ও অপ্রাসঙ্গিক কথা বলেন। তিনি যুক্তিতে না পারলে প্রতিপক্ষকে ধাওয়া দেন। হিলারিকেও একবার তেমনটিই করেছিলেন। কারণ, ট্রাম্প নিজেকে প্রভাবশালী দেখাতে ও প্রতিপক্ষের যুক্তির ধারাবাহিকতা নষ্ট করার চেষ্টা করেন। ট্রাম্পের অবস্থান খণ্ডন করার চেষ্টা মানে ‘সময়ের অপচয়’। কারণ, তিনি বিতর্ক শুরু করেন অর্থহীন কথা দিয়ে এবং পরে তা রূপ নেয় গালাগালিতে।
ট্রাম্পের বিতর্কের কৌশলের সমালোচনার পাশাপাশি ক্লিনটন তাঁর অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন। এ সময় তিনি গর্ভপাতের অধিকার ও ট্যাক্স কমানোর বিষয়ে ট্রাম্পের অবস্থানের কঠোর সমালোচনা করেন। তিনি মনে করেন, বৃহস্পতিবার ট্রাম্পের পারফরম্যান্সে জনসাধারণ হতাশ হবে।
অন্যদিকে, ক্লিনটন প্রেসিডেন্ট বাইডেনকে একজন ‘জ্ঞানী ও ভদ্র ব্যক্তি’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি দাবি করেছেন, ‘আমাদের মধ্যে সবচেয়ে সহানুভূতিশীল নেতাদের একজন হলেন বাইডেন।’
তিনি বিতর্কে বাইডেনকে ‘ঠোঁটকাটা ও শক্তিশালী’ হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন, এই কৌশল ট্রাম্পের আধিপত্য ও ভয় দেখানোর কৌশলকে সফলভাবে ব্যর্থ করবে।
এ সময় ক্লিনটন প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের অসুবিধার কথাও স্বীকার করেছেন। উল্লেখ করেন বর্তমান প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন বিষয়ে চাপের কথাও। বাইডেনের বয়সকে গভীর উদ্বেগের বিষয় না ভেবে হিলারি বলেন, ‘তিনি ট্রাম্পের চেয়ে মাত্র তিন বছরের বড়।’
ক্লিনটন বৃহস্পতিবারের বিতর্কে দর্শকদের শুধু থিয়েট্রিক্সে আবদ্ধ না থেকে তিনটি বিষয়ের প্রতি মনোনিবেশ করার আহ্বান জানিয়ে হিলারি ক্লিনটন বলেন, ‘কেবল নিয়ম নয়, জনগণের বিষয়ে প্রার্থীরা কীভাবে কথা বলে সেদিকে মনোযোগ দিতে হবে।’ এরপরে তিনি দর্শকদের মৌলিক বিষয়গুলোর প্রতি মনোনিবেশ এবং ‘বিশৃঙ্খলা ও যোগ্যতা’র মধ্যে পার্থক্য নির্ণয়ে মনোযোগ দিতে বলেন।
উল্লেখ্য, বিতর্কের প্রস্তুতি নিতে বাইডেন এখন ক্যাম্প ডেভিডে সহযোগী ও উপদেষ্টাদের সঙ্গে শলা-পরামর্শ করছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.