11/22/2024 রেকর্ড ৯০০ মিলিয়ন ডলার জরিমানার মুখে কোকাকোলার উত্তরাধিকারী
মুনা নিউজ ডেস্ক
২৫ জুন ২০২৪ ১০:৪১
বয়কটের ঝড়ে কেঁপে উঠা কোকাকোলা এবার নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার অবশ্য বয়কট নয়, সংস্থার উত্তরাধিকারী আলকিভিয়াদেস ডেভিড ওরফে আলকি ডেভিডের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগের রায় ঘিরে তোলপাড়।
আদালত আলকিকে দোষী সাব্যস্ত করে বাদীকে ৯০০ মিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন। যৌন হেনস্তার মামলায় যুক্তরাষ্ট্রে এত বড় অঙ্কের জরিমানার নজির নেই।
খবরে জানা গেছে, আলকি ডেভিডের বিরুদ্ধে সংস্থার এক সাবেক কর্মী যৌন হেনস্থার মামলা দায়ের করেছিলেন। কোকাকোলার সাবেক এক কর্মীর অভিযোগ, ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে বারবার যৌন হয়রানির শিকার হয়েছিলেন তিনি।
২০১৯ সালেও সংস্থার আরেক নারী কর্মী মাহিম খান একই অভিযোগ এনেছিলেন আলকির বিরুদ্ধে। সেই মামলায় তাকে ৫৮ মিলিয়ন ডলার জরিমানা গুনতে হয়েছিল।
ইসরায়েল-হামাস যুদ্ধের জেরে বিশ্বজুড়ে বয়কটের মুখে পড়েছে কোকাকোলা। এরই মধ্যে আলকির বিরুদ্ধে এই রায় সংস্থাটির ভাবমূর্তি আরও ক্ষুণ্ন করল বলে মনে করছেন বিশ্লেষকরা।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.