11/22/2024 এক মাস পর ওমরাহ ভিসা ইস্যু শুরু
মুনা নিউজডেস্ক
২১ জুন ২০২৪ ১৩:৫৭
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ওমরাহ ভিসা ইস্যু শুরু করেছে সৌদি আরব। হজ উপলক্ষে গত এক মাস হজ ভিসা বন্ধ রেখেছিল দেশটি। গতকাল বৃহস্পতিবার (২০ জুন) দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৩ মে হজ উপলক্ষে ওমরাহ ভিসা ইস্যু বন্ধ করা হয়।
এরপর প্রায় এক মাস পর আজ ২১ জুন (১৫ জিলহজ) থেকে ভিসা ইস্যু শুরু হয়। ওমরাহ মৌসুমটি হিজরি নববর্ষের প্রথম দিন থেকে শুরু হবে।
এদিকে গত বুধবার (১৯ জুন) চলতি বছরের হজের কার্যক্রম সমাপ্ত হয়। ওইদিন থেকেই হাজিদের কাফেলা মদিনায় যাওয়া শুরু করেছে।
আর যারা হজের আগে মদিনায় গিয়েছেন তাঁরা নিজ দেশে ফিরে যাচ্ছেন।
পবিত্র হজ মহান আল্লাহর একটি বিশেষ বিধান। ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। হজ শব্দের আভিধানিক অর্থ ‘ইচ্ছা করা’।
হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান সব মুসলিম পুরুষ ও নারীর ওপর জীবনে অন্তত একবার হজ করা ফরজ।
সৌদি সরকারের হিসাব অনুসারে, এ বছর ১৮ লাখ ৩৩ হাজার ১৬৪ জন হজ করেছেন। এর মধ্যে ১৬ লাখ ১১ হাজার ৩১০ জন বিদেশি এবং দুই লাখ ২১ হাজার ৮৫৪ জন সৌদি নাগরিক ও দেশটিতে অবস্থানরত প্রবাসী রয়েছেন।
এ বছর বাংলাদেশ থেকে হজ পালনের জন্য গেছেন ৮৫ হাজার ২৫৭ জন।
এখন পর্যন্ত তাঁদের মধ্যে ২৭ জন মারা গেছেন। আজ শুক্রবার (২১ জুন) থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হয়, যা আগামী ২২ জুলাই পর্যন্ত চলবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.