11/24/2024 বিদেশি শিক্ষার্থীদের গ্রিন কার্ড দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
মুনা নিউজডেস্ক
২১ জুন ২০২৪ ১২:৪৩
যুক্তরাষ্ট্র থেকে স্নাতক ডিগ্রি শেষ করা বিদেশিদের গ্রিন কার্ড দেওয়া হবে—এমন প্রতিশ্রুতি দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার প্রচারিত অল-ইন পডকাস্টে তাকে এমন প্রতিশ্রুতি দিতে শোনা গেছে। এর মাধ্যমে অভিবাসীদের প্রতি তার কঠোর দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
ডোনাল্ড ট্রাম্পের মতে, যদি কেউ কোনো মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন, তাদের এর অংশ হিসেবে তার সে দেশে থাকার জন্য সয়ংক্রিয়ভাবে গ্রিন কার্ড পাওয়া উচিত।
যারা কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই বছরের প্রগ্রাম শেষ করবে বা ডক্টরেট ডিগ্রি অর্জন করবেন তাদেরও এর আওতায় আনা উচিত।
মার্কিন নাগরিককে বিয়ে করেছেন—এমন প্রায় পাঁচ লাখ অনিয়মিত অভিবাসীকে সম্প্রতি নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর পরই ট্রাম্প এমন প্রতিশ্রুতি দিলেন। যুক্তরাষ্ট্রে স্থায়ী আবাসন কার্ডই সাধারণত গ্রিন কার্ড নামে পরিচিত।
এটি দেশটিতে নাগরিকত্ব পাওয়ার জন্য একটি পদক্ষেপ।
বিশ্বের সেরা ও উদীয়মান শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে আনতে সাহায্য করার প্রতিশ্রুতি দেবেন কি না এ বিষয়ে জানতে চাইলে জবাবে ট্রাম্প বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি।’
আগামী নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী বলেন, তিনি এমন অনেকের কথা জানেন, যারা যুক্তরাষ্ট্রের নামকরা বা সাধারণ কলেজ থেকে স্নাতক ডিগ্রি নিয়েছেন। এখন সে দেশে থাকতে খুব আগ্রহী।
কিন্তু তারা সেটি পারছেন না। পরে তারা নিজেদের দেশে ফেরত যান।
ট্রাম্প আরো বলেন, মার্কিন প্রতিষ্ঠানগুলোতে দক্ষ জনবল দরকার। কিন্তু যুক্তরাষ্ট্রে স্নাতক শেষ করা বিদেশিরা মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারেন না। কারণ তারা যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন বলে মনে করেন না।
তিনি ক্ষমতায় আসার প্রথম দিনই এমন অবস্থার অবসান হবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.