11/23/2024 সড়ক দুর্ঘটনায় ৫ দিনে নিহত ৯২
মুনা নিউজডেস্ক
২০ জুন ২০২৪ ১৫:৩০
ঈদযাত্রার পাঁচ দিনে সড়কে ৯২ জনের নিহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। গত ১৩ জুন থেকে ১৭ জুন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে সড়ক দুর্ঘটনায় এসব মৃত্যু হয়েছে।
বিআরটিএর রোড সেফটি বিভাগের পরিচালক শেখ মোহাম্মদ মাহমুব-ই-রাব্বানী এ বিষয়ে জানিয়েছেন।
বিআরটিএর তথ্য অনুযায়ী, এই সময়ে সড়কে দুর্ঘটনা ঘটেছে ৯৫টি। এতে ৯২ জনের প্রাণহানি হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১০৪ জন। তবে নৌ ও রেলপথে দুর্ঘটনা ও হতাহতের খবর জানা যায়নি।
সাধারণত ঈদের আগের সাত দিন, ঈদের পরের সাতদিন এবং ঈদের দিন, মোট ১৫ দিনকে ঈদযাত্রা হিসেবে ধরা হয়। সে হিসেবে ঈদযাত্রার সড়কে হতাহতের মোট তথ্য পেতে আরো অপেক্ষা করতে হবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.