03/15/2025 মঙ্গল গ্রহের মতো আবাসে থাকতে যাচ্ছে এই নারী
মুনা নিউজ ডেস্ক
২৮ মে ২০২৩ ১২:০৫
৫২ বছর বয়সী কানাডীয়ান নারী কেলি হাসটন। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন। পেশায় জীববিজ্ঞানী তিনি। এ বয়সে এসে দারুণ একটি অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন কেলি।
এমন একটি জায়গায় তিনি থাকবেন, যা মঙ্গল গ্রহের আদলে নির্মিত। তা–ও এক দিন, দুই দিন নয়, পাক্কা এক বছর এই ‘লাল গ্রহের’ মতো স্থানে বসতি গড়বেন এই নারী।যুক্তরাষ্ট্রের হিউস্টনে মঙ্গল গ্রহের আদলে একটি আবাস বানানো হয়েছে। এটা ‘মার্স ডুনে আলফা’ নামে পরিচিত। এর আয়তন ১ হাজার ৭০০ বর্গফুট। রয়েছে শয়নকক্ষ, ব্যায়ামাগার। এমনকি সেখানে খাবার উৎপাদনের জন্য ছোট একটি খামার রয়েছে।
আগামী জুনে এই আবাসে প্রবেশ করবেন চারজন স্বেচ্ছাসেবী। তাঁদেরই একজন কেলি হাসটন। পরবর্তী এক বছর তাঁরা সেখানে বসবাস করবেন।
কেলি সংবাদমাধ্যমকে বলেন, ‘মঙ্গলে বসবাস করা আমার শৈশবের স্বপ্ন ছিল না। এরপরও আমি মঙ্গলের আদলে নির্মিত একটি জায়গায় বসবাস করতে যাচ্ছি। এক বছর সেখানে কাটাব।’
মূলত মঙ্গল গ্রহে মানুষের আবাস গড়ার অভিজ্ঞতা কেমন হবে, তার প্রস্তুতির অংশ হিসেবে এটা করা হচ্ছে।
কেলি বলেন, ‘এটা আমার কাছে এখনো অবিশ্বাস্য মনে হচ্ছে।’ কেলিসহ এই চারজনকে সতর্কতার সঙ্গে নির্বাচন করেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। ভবিষ্যতে মঙ্গলে অভিযানের সময় বিচ্ছিন্ন ও সীমাবদ্ধ পরিবেশে একজন ক্রুর আচরণ মূল্যায়নে এই প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগবে।
কেলি বলেন, এই অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত।
সূত্র : গাল্ফ নিউজ
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.