11/23/2024 ভিয়েতনাম সফরে পুতিন
মুনা নিউজডেস্ক
২০ জুন ২০২৪ ১৩:৪৭
উত্তর কোরিয়ায় সফর শেষে ভিয়েতনামের রাজধানী হ্যানয় পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বৃহস্পতিবার ভোরে তিনি দেশটির রাজধানীতে পৌঁছান। বিমানবন্দরে ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী চান হোং হা এবং দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ কূটনীতিক লে হাই চুং পুতিনকে স্বাগত জানান ও লালা গালিচা সম্বর্ধনা দেন।
ভিয়েতনামে এটা পুতিনের পঞ্চম সফর।
সফরে তার সঙ্গে উচ্চপর্যায়ের একটি রুশ প্রতিনিধিদল রয়েছে। তারা ভিয়েতনামের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। বৈঠকে তারা উভয় দেশের আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলবে। রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব এখনও মনে রেখেছে ভিয়েতনাম।
যদিও দেশটি ইউরোপ ও আমেরিকান সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাচ্ছে।
এর আগে বুধবার (১৯ জুন) একটি উড়োজাহাজে করে দুই দিনের সফরে উত্তর কোরিয়ার যান পুতিন। গত মে মাসে পঞ্চম মেয়াদে দায়িত্বগ্রহণের পর এটি পুতিনের তৃতীয় বিদেশ সফর। এর আগে, বুধবার বহুল আলোচিত উত্তর কোরিয়া সফরে যান পুতিন।
গার্ড অব অনারসহ জমকালো সংবর্ধনা দেওয়া হয় তাকে। দুপক্ষের কৌশলগত নিরাপত্তা বিষয়ক চুক্তি হয় বলেও জানা গেছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.