11/23/2024 ইসরাইলের সরকার ভেঙে দেওয়া উচিত বললেন লাপিদ
মুনা নিউজডেস্ক
১৭ জুন ২০২৪ ১৭:০৩
ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে প্রতিক্রিয়ায় দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, যুদ্ধকালীন মন্ত্রিসভা নয় বরং ইসরাইলের বর্তমান সরকারই ভেঙে দেওয়া উচিত নেতানিয়াহুর।
দেশটির মধ্যপন্থী ইয়াশ আতিদ পার্টির প্রধান ইয়ার লাপিদ। দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। ইসরাইলি বন্দিদের ফিরিয়ে আনতে হামাসের সঙ্গে চুক্তি করতে সরকারের প্রতি অনেক আগে থেকেই আহ্বান জানিয়ে আসছেন তিনি। সেইসঙ্গে বারবার নেতানিয়াহুকে পদত্যাগের আহ্বানও জানিয়েছেন।
এদিকে বন্দিদের মুক্তির দাবিতে সোমবার বিক্ষোভে উত্তাল ইসরাইল। রাজধানী তেল আবিবে জড়ো হয়েছেন হাজার হাজার ইসরাইলি।
শহরের তেল আবিব স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। অবরোধ করেন শহরের প্রধান সড়কসহ বেশ কয়েকটি রাস্তা। তাদের দাবি, যেকোনো মূল্যে ফিরিয়ে আনতে হবে জিম্মিদের। আট মাস পার হয়ে গেলেও হামাসের কাছ থেকে জিম্মিদের ফিরিয়ে আনতে না পারায় নেতানিয়াহু সরকারকে চরমভাবে ব্যর্থ আখ্যা দেন বিক্ষোভকারীরা। বরাবরেই মতোই দাবি জানান তার পদত্যাগের। নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.