11/22/2024 প্রথমবারের মতো হজে এটিএম কার্ড ব্যবহার করতে পারবে হজযাত্রীরা
মুনা নিউজ ডেস্ক
১০ জুন ২০২৪ ১১:৫৭
প্রথমবারের মতো হজযাত্রীদের জন্য এটিএম কার্ড ব্যবহার করার অনুমতি দিয়েছে সৌদি আরব। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা করেছে, হজযাত্রীরা এই বছরের হজ মৌসুমে প্রথমবারের মতো তাদের আন্তর্জাতিকভাবে ইস্যু করা ব্যাংক কার্ড ব্যবহার করতে পারবেন।
৯ জুন, রোববার হজযাত্রীদের চাহিদা মেটাতে এবং লেনদেনের সুবিধার্থে বিভিন্ন পরিষেবা চালু করার সময় এই পদক্ষেপটি গ্রহণ করা হয়।
আরবি দৈনিক আল এখবিরারের একটি প্রতিবেদন অনুসারে, রাজ্যের হজযাত্রীরা মাদা, জাতীয় অর্থপ্রদান ব্যবস্থার মাধ্যমে অর্থপ্রদান এবং নগদ উত্তোলনের জন্য স্থানীয় ব্যাংক কার্ড ব্যবহার করতে পারেন। এটি আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্কগুলোর মাধ্যমে লেনদেনকে সমর্থন করে।
আন্তর্জাতিক কার্ড যেমন ভিসা, মাস্টারকার্ড, ইউনিয়নপে, আমেরিকান এক্সপ্রেস, উপসাগরীয় পেমেন্ট কোং আফাক নেটওয়ার্ক রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক রাজ্যের দৈনিক নগদ প্রবাহের গতিবিধি পর্যবেক্ষণ করার সময় জেদ্দা, মক্কা এবং মদিনার শাখাগুলোতে পাঁচ বিলিয়ন সৌদি রিয়াল ব্যাঙ্কনোট এবং কয়েন বিতরণ করেছে।
এটি মক্কায় ৬৩৩টি, পবিত্র স্থানে ১৯টি মোবাইল ডিভাইস এবং মদিনায় ৫৬৮টিসহ ১ হাজার ২২০টি এটিএম এবং পয়েন্ট-অফ-সেল টার্মিনাল সরবরাহ করেছে।
সূত্র : সিয়াসত ডেইলি
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.