11/23/2024 গাজার উত্তরাঞ্চলে আবারও বিমান থেকে খাদ্য ফেলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
মুনা নিউজ ডেস্ক
১০ জুন ২০২৪ ০৭:৫২
ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে আমেরিকান কার্গো বিমান থেকে ১০ মেট্রিক টনেরও বেশি খাদ্য ফেলা হয়েছে। ওই অঞ্চলে ইসরায়েলি অভিযানের কারণে এই ধরনের সরবরাহ স্থগিত করার পর, ৯ জুন, রবিবার আবারও তা ফেলা হল। আমেরিকান সামরিক বাহিনী এই কথা জানিয়েছে।
আট মাসের ভয়াবহ সংঘাতের কারণে গাজার মানুষের জন্য মানবিক সহায়তা একেবারে জরুরি হয়ে পড়েছে। ইসরায়েল স্থলপথে সাহায্য প্রবেশে বিলম্ব করায় যুক্তরাষ্ট্র আকাশ ও সমুদ্র পথে এটি সরবরাহের দিকে মনোনিবেশ করেছে।
আমেরিকান সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, “উত্তর গাজার মানুষের জীবন বাঁচতে বিমান থেকে মানবিক সহায়তা ফেলা হয়েছে।”
এতে বলা হয়েছে, “এই পর্যন্ত যুক্তরাষ্ট্র গাজায় ১,০৫০ মেট্রিক টনেরও বেশি মানবিক সহায়তা পাঠিয়েছে।”
এছাড়াও তারা গাজা উপকূলের সাথে সংযুক্ত একটি অস্থায়ী জাহাজের ঘাট দিয়েও গাজায় খাদ্য সহায়তা বিতরণ করেছে।
গাজা তাদের ইতিহাসের সর্বকালের সবচেয়ে রক্তক্ষক্ষী যুদ্ধের মধ্য দিয়ে চলায় তারা চরম ভোগান্তির মুখে পড়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় ওই উপত্যকায় কমপক্ষে ৩৭,০৮৪ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং নারী ও শিশু।
সূত্র: আনাদোলু এজেন্সি, এএফপি
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.