11/22/2024 অস্থায়ী জেটি থেকে গাজায় সাহায্য বিতরণ পুনরায় শুরু করল যুক্তরাষ্ট্র
মুনা নিউজ ডেস্ক
৯ জুন ২০২৪ ১০:৩৮
অস্থায়ী একটি জেটি থেকে গাজায় ত্রাণ সরবরাহ ফের শুরু করেছে যুক্তরাষ্ট্র। সামুদ্রিক ঢেউয়ের আঘাতে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার এবং পার্শ্ববর্তী একটি বন্দরে মেরামতের পর তারা এ ত্রাণ সরবরাহ শুরু করল। ৯ জুন, শনিবার আমেরিকান সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।
সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা বার্তায় বলেছে, ‘আজ সকাল সাড়ে ১০টার দিকে (গাজার সময়) আমেরিকান সেন্ট্রাল কমান্ড গাজা উপকূলে মানবিক সহায়তা বিতরণ শুরু করেছে। আজ গাজার লোকজনের মাঝে মোট প্রায় ৪৯২ টন একেবারে জরুরি মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।’
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনে গাজা উপত্যকা একেবারে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। গাজায় ইসরাইলের এমন অভিযান এখন নবম মাসে প্রবেশ করতে যাচ্ছে। ইসরাইলের হামলায় গাজার উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা গৃহহীন হয়ে পড়ায় তাদের মানবিক সহায়তা দেয়া একেবারে প্রয়োজনীয় হয়ে পড়েছে।
গত মাসে অস্থায়ী ওই জাহাজ ঘাট দিয়ে ২০ লাখ পাউন্ডেরও বেশি মানবিক সহায়তা বিতরণ করা হয়। তবে ওই পথে ত্রাণ বিতরণ শুরু হওয়ার এক সপ্তাহ পর সামুদ্রিক ঢেউয়ের আঘাতে তা ক্ষতিগ্রস্ত হয়। সেটি মেরামত করে শুক্রবার পুনরায় ত্রাণ সরবরাহ শুরু করা হয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.