11/23/2024 বাইডেন–পুত্রের বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ
মুনা নিউজ ডেস্ক
৬ জুন ২০২৪ ০৯:১৫
প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের ব্যাপারে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রায় প্রতি ২০ মিনিট পরপর কোকেন নিতেন তিনি, এমনটাই দাবি করেছেন হান্টারের সাবেক বান্ধবি জোয়ে কেস্তান (৫৪)। আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত এক মামলায় আদালতের শুনানিতে কেস্তান এমনটাই দাবি করেছেন।
শুনানিতে জোয়ে বলেন, হান্টারের সঙ্গে তাঁর প্রথম যখন দেখা হয়েছিল, তখন তাঁকে প্রায় প্রতি ২০ মিনিট পরপর কোকেন নিতে দেখেন তিনি।
যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনের একটি আদালতে হান্টারের বিচার চলছে।
হান্টারের বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালে উইলমিংটনের আগ্নেয়াস্ত্রের একটি দোকান থেকে তিনি একটি রিভলবার কিনেছিলেন। আগ্নেয়াস্ত্রটি কেনার সময় তিনি নিজের মাদকাসক্তি নিয়ে ফেডারেল কাগজপত্রে মিথ্যা তথ্য দিয়েছিলেন। হান্টার মিথ্যাভাবে দাবি করেছিলেন, তিনি মাদকাসক্ত নন। কিন্তু সে সময় তিনি মাদক (কোকেন) ব্যবহারকারী ছিলেন। মাদকাসক্ত অবস্থায় তিনি নিজের কাছে আগ্নেয়াস্ত্র রেখেছিলেন।
আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন হান্টার। তাঁর আইনি দল বলেছে, আগ্নেয়াস্ত্রটি কেনার সময় তিনি আরোগ্যলাভ পর্যায়ে ছিলেন।
জোয়ে দাবি করেন, ২০১৭ সালের ডিসেম্বরে নিউইয়র্কের একটি ক্লাবে হান্টারের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়েছিল। দেখা হওয়ার ১০ মিনিটের মধ্যে হান্টার কোকেন নিতে শুরু করেন। দুজনের মধ্যে সম্পর্ক থাকাকালে হান্টারের ঘন ঘন কোকেন নেওয়ার এই প্রবণতা তিনি লক্ষ করেছেন। মাদকের জন্য হান্টার প্রায়ই নগদ অর্থ তুলতেন।
যুক্তরাষ্ট্রের কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের ছেলের বিরুদ্ধে এই প্রথম ফৌজদারি অপরাধের অভিযোগে বিচার হচ্ছে। মামলায় হান্টারের বিরুদ্ধে তিনটি ফেডারেল অভিযোগ আনা হয়েছে। সব কটি অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হলে তাঁর ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.