11/23/2024 মেক্সিকো সীমান্ত নিয়ে কঠোর অবস্থানে প্রেসিডেন্ট জো বাইডেন
মুনা নিউজ ডেস্ক
৫ জুন ২০২৪ ০৫:০৪
নির্বাচনের আগে মেক্সিকো সীমান্ত নিয়ে কঠোর অবস্থান নিলেন বাইডেন। প্রেসিডেন্ট জো বাইডেন যে আদেশটিতে সই করেছেন, তাতে বলা হয়েছে, মেক্সিকো সীমান্তে দৈনিক ২ হাজার ৫০০-এর বেশি অবৈধ অনুপ্রবেশকারী গ্রেপ্তার হলে সীমান্ত অভিবাসন প্রত্য়াশীদের জন্য় বন্ধ করে দেয়া হবে।
যেহেতু এই মুহূর্তে সংখ্যাটি এর চেয়ে বেশি, ফলে আদেশটিতে সই হওয়ার পরেই সীমান্ত সিল করে দেয়া হয়। অর্থাৎ, অভিবাসন প্রত্য়াশীরা মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারবেন না।
আদেশে বলা হয়েছে, কেউ অনুপ্রবেশ করলে সঙ্গে সঙ্গে তাকে মেক্সিকোয় ফিরিয়ে দেয়ার ব্য়বস্থা করতে হবে। আমেরিকায় তাকে কোনোরকম সুযোগ দেওয়া হবে না। সীমান্তে গ্রেপ্তারের সংখ্য়া দেড় হাজারের নিচে নামলে ফের এই নির্দেশ বদল করা হবে বলে জানানো হয়েছে। তবে অভিভাবকহীন নাবালকেরা অবশ্য় এই আইনের অন্তর্গত নয়।
অর্থাৎ, তাদের জন্য় এই নিয়ম প্রযোজ্য় নয়। তবে পরিকল্পনা করে নিয়ম মেনে কেউ শরণার্থী হওয়ার আবেদন করতেই পারেন। কিন্তু অবৈধভাবে অনুপ্রবেশ করা যাবে না। বাইডেন বলেছেন, ‘আমেরিকার সীমান্ত সুরক্ষিত করতে আজ যে সিদ্ধান্ত নিলাম, রিপাবলিকানরা আজ অবধি তা নিয়ে উঠতে পারেননি। আমেরিকাকে সুরক্ষিত রাখা আমাদের কর্তব্য়।’
আমেরিকার সঙ্গে মেক্সিকোর এক হাজার ৯০০ মাইলের সীমান্ত। বাইডেনের আমলে এই সীমান্ত দিয়ে রেকর্ড সংখ্য়ায় অনুপ্রবেশ ঘটেছে। ডিসেম্বরে দৈনিক অনুপ্রবেশের সংখ্য়া ছিল দশ হাজার। গত কয়েকমাসে সেই সংখ্যা কমলেও অনুপ্রবেশ বন্ধ হয়নি।
সম্প্রতি জনমত সমীক্ষায় দেখা গেছে, নির্বাচনে এই অবৈধ অনুপ্রবেশ বাইডেনের বিপক্ষে জনমত তৈরি করছে। তারপরেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো বলে রাজনৈতিক মহল মনে করছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.