11/22/2024 ইরান ও বেলজিয়ামের বন্দিবিনিময়
মুনা নিউজ ডেস্ক
২৭ মে ২০২৩ ০৯:৪৭
সন্ত্রাসবাদের ভুয়া অভিযোগে বেলজিয়ামে কারাবন্দি ইরানি কূটনীতিক আসাদুল্লাহ আসাদি মুক্তি পেয়ে দেশে ফিরেছেন। এ ঘটনাকে ‘ইরানি জনগণের বিজয়’ বলে ঘোষণা করেছে তেহরান।
ওমানের মধ্যস্থতায় ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক বেলজিয়ামের এক নাগরিকের মুক্তির বিনিময়ে আসাদি কারামুক্ত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান জানিয়েছেন, আসাদুল্লাহ আসাদি মুক্তি পেয়ে শুক্রবার দেশে ফিরেছেন। তিনি এ মুক্তিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করায় ওমানের সুলতানকে ধন্যবাদ জানান।
বেলজিয়ামের পুলিশ ২০১৮ সালে ঘরে তৈরি বিস্ফোরকবাহী একটি গাড়ি আটক করে। ব্রাসেলস দাবি করে, ইরানি কূটনীতিক আসাদুল্লাহ আসাদি ইরানবিরোধী সন্ত্রাসী মুনাফেকিন গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালানোর লক্ষ্যে বিস্ফোরকভর্তি গাড়িটি দুই ব্যক্তির কাছে হস্তান্তর করেছিলেন। আসাদি সে সময় ভিয়েনাস্থ ইরান দূতাবাসের থার্ড কাউন্সিলর হিসেবে কর্মত ছিলেন। পরবর্তীতে বেলজিয়ামের একটি আদালত আসাদিকে ২০ বছরের কারাদণ্ড দেয়।
তেহরান শুরু থেকে ইরানি কূটনীতিকের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে এসেছে। আসাদুল্লাহ আসাদি পাঁচ বছর কারাগারে থাকার পর মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।
তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের প্ররোচনায় ইউরোপের কিছু দেশের গোয়েন্দা সংস্থাগুলো একটি নাটক সাজিয়ে আসাদিকে আটক করেছিল। তবে তার মুক্তিতে সে ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচিত হয়েছে এবং এ ঘটনায় ইরানি জনগণের বিজয় হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আসাদির বিনিময়ে ইরান বেলজিয়ামের নাগরিক ওলিভিয়ার ভ্যান্ডেক্যাস্টেলেকে মুক্তি দিয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইরান সফরে এসে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক হন ওলিভিয়ার। তাকে গত জানুয়ারি মাসে ইরানের একটি আদালত ৪০ বছরের করাদণ্ড দিয়েছিল।
সূত্র : পার্সটুডে
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.