11/22/2024 হজের সময় কাজ করবে পাঁচ হাজারের বেশি স্বেচ্ছাসেবক
মুনা নিউজ ডেস্ক
৩ জুন ২০২৪ ০৫:০৫
পবিত্র হজের সময় হাজিদের সেবা দিতে সৌদি আরবের পাঁচ হাজারের বেশি স্বেচ্ছাসেবক কাজ করবেন। দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের মক্কা শাখার তত্ত্বাবধানে তাঁরা কাজ করবেন। মূলত সৌদি জনগণের মধ্যে স্বেচ্ছাসেবী সংস্কৃতির প্রচার-প্রসারে মন্ত্রণালয়ের প্রচেষ্টার অংশ হিসেবে উদ্যোগটি নেওয়া হয়। সৌদি প্রেস এজেন্সি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
জানা যায়, হজ মৌসুম উপলক্ষে সৌদি আরবে ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের মক্কা শাখা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের মাধ্যমে ২৪৭টি পরিষেবা চালু করে। এসব পরিষেবার মাধ্যমে তিন হাজার ৮৫০টি মসজিদে দুই লাখ ৩৫ হাজারের বেশি পানির বোতল বিতরণ করা হবে। তা ছাড়া সূর্য থেকে সুরক্ষার জন্য হাজিদের মধ্যে ছাতা, বুকলেট ও খাবার বিতরণ করা হবে।
মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববির ধর্মবিষয়ক প্রেসিডেন্সি বিভাগ স্বেচ্ছাসেবী ও মানবিক কাজ প্রচারে হজ উপলক্ষে এ কার্যক্রম চালু করে।
ধর্মীয় ও সৌদি মূল্যবোধের ওপর ভিত্তি করে এ ধরনের উদ্যোগ পবিত্র দুই মসজিদের উদারতা ও আতিথেয়তার গুরুত্ব তুলে ধরে।
সূত্র: আরব নিউজ
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.