11/22/2024 সৌদির পাঠ্যবই থেকে উধাও ফিলিস্তিনের মানচিত্র
মুনা নিউজ ডেস্ক
২ জুন ২০২৪ ০৬:২৭
স্কুলের নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের মানচিত্র অংশ থেকে ফিলিস্তিনকে উধাও করেছে দিয়েছে সৌদি আরব। মানচিত্রের ফিলিস্তিন অংশটি নামহীন রাখা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাঠ্য বই থেকে ইসরায়েল বিদ্বেষী ভাষাও পরিমার্জন করেছে সৌদি আরব।
ইসরায়েলভিত্তিক থিঙ্কট্যাংক আইএমপিএসিটি-সে-এর এক প্রতিবেদনে সৌদি আরবের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘সামাজিক ও জাতীয় অধ্যয়ন’ পাঠ্যবইয়ের মাত্রচিত্রের কিছু ছবি ছাপানো হয়েছে। এতে দেখা যায় মানচিত্রে সৌদি আরব ও তার পার্শ্ববর্তী দেশের পরিচয় আছে। তবে ফিলিস্তিন ভূখণ্ড রাখা হয়েছে নামহীন। অথচ ২০২২ সালের পাঠ্যবইয়েও ফিলিস্তিনের নাম ছিল।
থিঙ্কট্যাংকটি আরও জানায়, যেসব শব্দ ইসরায়েল বিদ্বেষ তৈরি করে তাও পাঠ্যবই থেকে মুছে দেওয়া হয়েছে। বিশেষ করে, ‘শত্রু’ ও ‘জায়নিস্ট শত্রুর’ মতো পরিভাষাগুলো পাঠ্যবই থেকে মুছে দেওয়া হয়েছে। এছাড়া ফিলিস্তিনিদের নিজেদের ভূখণ্ড থেকে তাড়িয়ে দেওয়ার ইসরায়েলি কার্যক্রমের কথাও আর উল্লেখ নেই সৌদির পাঠ্য বইয়ে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তেল-আবিবের সাথে ভালো সম্পর্ক গড়তে চায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেশ। সেই স্বাভাবিকীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবেই হয়তো সৌদির পাঠ্যবইয়ে এসব সংশোধন করা হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.