11/24/2024 মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন সাবেক ফার্স্টলেডি
মুনা নিউজ ডেস্ক
১ জুন ২০২৪ ০৯:২০
সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামার মা ম্যারিয়েন রবিনসন গতকাল শুক্রবার মারা গেছেন। এ খবর নিশ্চিত করেছেন তার পরিবার।
মৃত্যুকালে ম্যারিয়েন রবিনসনের বয়স হয়েছিল ৮৬ বছর। মিশেল ওবামার পরিবার সামাজিক মাধ্যম এক্সে বিবৃতিতে জানায়, ‘আমাদের তাঁকে প্রয়োজন ছিল। মেয়েদের তাঁকে প্রয়োজন ছিল।’
বারাক ওবামা ক্ষমতায় থাকাকালে হোয়াইট হাউসে ছিলেন মিশেলের মা। দুই নাতনির যত্ন নেওয়ার জন্য তিনি সেখানে থাকতেন। দুই নাতনি সাসা ও মালিয়ার সঙ্গে ওবামা পরিবারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে ম্যারিয়েন রবিনসনকে দেখা গেছে।
২০০৮ সালের নির্বাচনের রাতে বারাক ওবামা নির্বাচনী ফলাফলে এগিয়ে যাওয়ার সময় তাঁকে জামাইয়ের হাত ধরে থাকতে দেখা যায়।
হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ অতিথিদের সঙ্গে সাক্ষাৎ ও জৌলুশ তাঁকে খুব বেশি টানত না। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত হোয়াইট হাউসে ওবামা আট বছর থাকাকালে তিনি কেবলমাত্র একবার পোপের সঙ্গে সাক্ষাৎ করেন।
বিবৃতিতে আরও বলা হয়, শুক্রবার সকালে তিনি শান্তিপূর্ণভাবে চলে গেছেন। পরিবারের কেউ জানে না তাঁকে ছাড়া কীভাবে বাঁচবেন।
ম্যারিয়েন রবিনসন ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি শিকাগো অঙ্গরাজ্যের সাউথ সাইডে বেড়ে ওঠেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.