11/22/2024 আমেরিকা ও চীনা প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক, আলোচনায় ফিলিস্তিন
মুনা নিউজ ডেস্ক
৩১ মে ২০২৪ ০৫:৫৫
চীনের প্রতিরক্ষামন্ত্রী তোং চুন সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠকে মিলিত হন। শাংরি-লা সংলাপের ফাঁকে দুই প্রতিরক্ষামন্ত্রী ৩১ মে, শুক্রবার এ বৈঠক করেন। এরপর চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়েন দুই প্রতিরক্ষামন্ত্রীর বৈঠকের বিষয় তুলে ধরেন।
সিআরআই এ সংবাদ পরিবেশন করে জানায়, উ ছিয়েন বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি অনুযায়ী চীনের প্রতিরক্ষামন্ত্রী তোং চুন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সিঙ্গাপুরে বৈঠক করেছেন। এই বৈঠকের লক্ষ্য হল প্রেসিডেন্ট শি জিন পিং এবং প্রেসিডেন্ট জো বাইডেনের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন করা এবং দুই সামরিক বাহিনীর মধ্যে সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া। বৈঠককালে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীরা চীন ও যুক্তরাষ্ট্র এবং দুই দেশের সামরিক বাহিনীর সম্পর্ক, তাইওয়ান ইস্যু, দক্ষিণ চীন সাগর ইস্যু, ইউক্রেন সংকট এবং ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে মতবিনিময় করেন। এটি একটি ইতিবাচক, বাস্তববাদী এবং গঠনমূলক কৌশলগত যোগাযোগ।
চীনা এবং আমেরিকান সামরিক বাহিনীর সম্পর্কের বিষয়ে তোং চুন মনে করেন, দুই সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্থিতিশীল করার বর্তমান পরিস্থিতি কষ্টলব্ধ এবং এটিকে মূল্য দেওয়া উচিত। দুই সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের উদ্দেশ্য হল বোঝাপড়া বাড়ানো, ভুল বোঝাবুঝি দূর করা, পারস্পরিক বিশ্বাস অর্জন করা এবং এর মাধ্যমে স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠা করা।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.