11/22/2024 মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশিসহ ১৬২ অভিবাসী শ্রমিক আটক
মুনা নিউজ ডেস্ক
২৭ মে ২০২৩ ০৭:৪০
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ১১৮ জন বাংলাদেশিসহ ১৬২ অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থা। ২৫ মে, বৃহস্পতিবার জালান বুকিত কিয়ারার একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানানো হয়েছে।
২৬ মে, শুক্রবার দেশটির আইনপ্রয়োগকারী সংস্থা ডিবিকেএল নিজেদের ফেসবুক পেইজে এক পোস্টে জানায়, আটকদের মধ্যে ১১৮ জন বাংলাদেশের, ২৩ জন মিয়ানমারের, ১১ জন ইন্দোনেশিয়ার ও ১০ জন পাকিস্তানের নাগরিক। বৈধ কাগজপত্র না থাকায় এসব নির্মাণ শ্রমিককে আটক করা হয়।
ডিবিকেএল পরিচালিত অভিযানে রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম), কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড (সিআইডিবি), ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট (জেবিপিএম), সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং করপোরেশন, ডিপার্টমেন্ট অব অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ মালয়েশিয়া এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অংশ নেয়।
ফেডারেল টেরিটোরি অব কুয়ালালামপুরে সংসদীয় নির্বাচনী এলাকা অনুযায়ী এ অভিযান চলতে থাকবে জানিয়েছে ডিবিকেএল।
সূত্র : ডিবিকেএল ফেসবুক পেইজ
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.