11/22/2024 আবারও পানির দাম বাড়ালো বাংলাদেশ, জুলাই থেকে কার্যকর
মুনা নিউজ ডেস্ক
২৯ মে ২০২৪ ০৮:১১
বাংলাদেশের মূল্যস্ফীতি সমন্বয় করার লক্ষ্যে আবারও পানির দাম বাড়িয়েছে ঢাকা ওয়াসা। সংস্থাটি জানিয়েছে, ‘ওয়াসা আইন ১৯৯৬’-এর ২২ ধারা অনুযায়ী মূল্যস্ফীতি সমন্বয়ের লক্ষ্যে পানির দাম ১০ শতাংশ বাড়ানো হয়েছে, যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। বুধবার ২৯ মে ঢাকা ওয়াসার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়াসা আবাসিক গ্রাহকদের জন্য প্রতি ১ হাজার লিটার পানির দাম নির্ধারণ করেছে ১৬ টাকা ৭০ পয়সা, যা আগে ছিল ১৫ টাকা ১৮ পয়সা। বাণিজ্যিক গ্রাহকদের জন্য একই পরিমাণ পানির দাম নির্ধারণ করা হয়েছে ৪৬ টাকা ২০ পয়সা, যা আগে ছিল ৪২ টাকা।
এই সিদ্ধান্ত মিটারবিহীন হোল্ডিং, গভীর নলকূপ, নির্মাণাধীন ভবন ও ন্যূনতম বিলসহ সব ধরনের (পানি ও পয়োনিষ্কাশন) অভিকরের ক্ষেত্রেও কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২০১৭ সাল থেকে শুরু করে টানা তিন বছর পাঁচ শতাংশ করে পানির দাম বাড়িয়েছে ওয়াসা। সরকারের অনুমোদনের পর ২০২০ সালে আবাসিক গ্রাহকদের জন্য পানির দাম ২৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। এরপর এক বছর বিরতি দিয়ে সবশেষ ২০২২ সালের জুলাইয়ে ঢাকা ওয়াসা পানির দাম পাঁচ শতাংশ বাড়িয়েছিল।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.