11/24/2024 যুক্তরাষ্ট্রে মিলিশিয়া নেতার ১৮ বছরের কারাদণ্ড
মুনা নিউজ ডেস্ক
২৬ মে ২০২৩ ১০:২১
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল দাঙ্গায় ভূমিকার জন্য অতি-ডান এক ক্যাপিটল দাঙ্গাকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত মিলিশিয়া নেতার নাম স্টুয়ার্ট রোডস। ওথ কিপারের প্রতিষ্ঠাতা রোডসকে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রসহ কয়েকটি অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে।
ক্যাপিটল দাঙ্গায় অভিযুক্ত কাউকে এতো লম্বা সময়ের জন্য সাজা দেওয়া হয়নি। যদিও প্রসিকিউটররা ২৫ বছরের জেল চেয়েছিলেন।
২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে তাণ্ডব চালায় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। দেশের আইনপ্রণেতারা যখন আগের বছরের নভেম্বরের নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক ক্যাপিটলে ঢুকে পড়ে।
পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যকার সংঘর্ষে সেদিনই অন্তত চারজন নিহত হয়। পরে নিহত হন এক পুলিশ কর্মকর্তা।
২৫ মে, বৃহস্পতিবার শুনানির সময় রোডস নিজেকে নির্দোষ দাবি করলেও, বিচারক অমিত মেহতা তা প্রত্যাখ্যান করেন। হাউসের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসিকে হত্যার হুমকিসহ রোডসের সহিংস বক্তব্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
সাবেক ইউএস আর্মি প্যারাট্রুপার রোডস একজন আইনজীবীও। তিনি ২০০৯ সালে ওথ কিপার প্রতিষ্ঠা করেন।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলছে, দাঙ্গায় জড়িত এক হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৫৭০ জনকে দোষী সাব্যস্ত হয়েছে।
সূত্র: আল জাজিরা, বিবিসি
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.