11/22/2024 পাকিস্তানে পৃথক বন্দুকযুদ্ধে ৭ সেনা ও ২৩ জঙ্গি নিহত
মুনা নিউজ ডেস্ক
২৭ মে ২০২৪ ০৯:৪৫
পাকিস্তানের আফগানিস্তান সীমান্তে নিরাপত্তা বাহিনীর একাধিক অভিযানে বন্দুকযুদ্ধে সাত সেনা ও ২৩ জঙ্গি নিহত হয়েছে। ২৭ মে, সোমবার পাকিস্তানের সেনাবাহিনী এ কথা জানিয়েছে। পাকিস্তানি তালেবানের ঘাঁটি বলে পরিচিত উত্তর-পশ্চিমাঞ্চলে এসব অভিযান পরিচালনা করা হয়। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
পাকিস্তানি সেনাবাহিনীর বিবৃতি অনুসারে, প্রথম বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে রবিবার দিবাগত রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশাওয়ারের শহরতলীতে। এখানে ছয় জঙ্গি ও দুই সেনা কর্মকর্তা নিহত হন।
দ্বিতীয় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে সোমবার। ট্যাংক জেলায় নিরাপত্তা অভিযানের সময় এই গোলাগুলিতে ১০ জঙ্গি নিহত হয়েছে। খাইবার জেলায় পৃথক বন্দুকযুদ্ধে পাঁচ সেনা ও সাত জঙ্গি নিহত হয়েছে বলে সেনাবাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
অভিযানের বিষয়ে বিশদ জানায়নি সেনাবাহিনী। তবে অতীতে পাকিস্তানি তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অঞ্চলটিতে অভিযান চালিয়েছে নিরাপত্তাবাহিনী। সাম্প্রতিক বছরগুলোতে উত্তর-পশ্চিমাঞ্চলে সংগঠিত হতে শুরু করেছে এই গোষ্ঠীর জঙ্গিরা।
তেহরিক-ই-তালেবান বা টিটিটি হিসেবে পরিচিত পাকিস্তানি তালেবান। আফগান তালেবান তাদের মিত্র হলেও নিজেরা পৃথক গোষ্ঠী বলে দাবি টিটিপির। ২০২১ সালে কাবুল দখল করে আফগানিস্তান শাসন করছে আফগান তালেবান। এরপর থেকে অনেক টিটিপি নেতা আফগানিস্তানে আশ্রয় নিয়েছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.