11/22/2024 হাইতিতে গ্যাং সহিংসতায় প্রাণ হারাল মিশনারি দম্পতি
মুনা নিউজ ডেস্ক
২৫ মে ২০২৪ ১১:০৭
হাইতিতে ছড়িয়ে পড়া গ্যাং সহিংসতায় এক মিশনারি দম্পতি নিহত হয়েছেন। হামলায় নিহত হয়েছেন হাইতির একজন তরুণও। নিহতরা হলেন, নাটালি লয়েড (২১) ও তাঁর স্বামী ডেভিড (২৩) এবং ২০ বছর বয়সী হাইতির তরুণ জুড মন্টিস। বৃহস্পতিবার রাতে হাইতির রাজধানী পোর্ট অ–প্রিন্সে এই ঘটনা ঘটে।
নাটালির বাবা মিসৌরি রাজ্যের সিনেটর বেন বেকার ফেসবুকে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘তাঁরা আজ সন্ধ্যায় গ্যাং হামলার শিকার হয়ে নিহত হয়েছে। দুজন একসঙ্গে স্বর্গে গিয়েছে।’
২০২২ সালে নাটালি ও ডেভিডের বিয়ে হয়। তাদের সংগঠন মিশনস ইন হাইতি যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে, হামলার তৃতীয় শিকার মন্টিস।
এর আগে ফেসবুক পোস্টে সংস্থাটি বলেছিল, পৃথক দুটি সশস্ত্র গোষ্ঠী তাদের ওপর আক্রমণ করে। প্রথমে বন্দুকধারীরা তিনটি গাড়িতে এসে তাদের ওপর হামলা চালায়।
এরপর আরেকটি দল আসে। এ সময় মিশনারি সদস্যরা একটি ভবনের ভেতরে আটকা পড়েন। এরপর গ্যাং সদস্যরা ভবনটির ভেতরে ঢুকে হামলা করে।
ফেসবুক পোস্টে আরও বলা হয়, ‘তারা সেখানে লুকিয়ে থাকে। কিন্তু গ্যাং সদস্যরা বাড়ির সব জানালা দিয়ে গুলি করে। তারা অনবরত গুলিবর্ষণ করতে থাকে।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বিবিসির সহযোগী প্রতিষ্ঠান সিবিএস নিউজকে বলেছেন, তারা এই ঘটনা সম্পর্কে অবগত।
পররাষ্ট্র দপ্তরের ওই মুখপাত্র এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘এই ক্ষতির জন্য তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই আমরা। আমরা সব ধরনের সহায়তা প্রদানের জন্য প্রস্তুত।’
এদিকে হাইতির পরিস্থিতি স্থিতিশীল করতে কেনিয়ার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীকে দ্রুত সেখানে মোতায়েন করার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.