11/25/2024 ফ্রান্সে উপাসনালয়ে আগুন, পুলিশের গুলিতে নিহত ১
মুনা নিউজ ডেস্ক
১৭ মে ২০২৪ ০৭:৩৫
ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর রুয়েনের নরম্যান্ডি শহরে ইহুদিদের একটি উপাসনালয়ে আগুন দেয়ার চেষ্টা করার সময় এক সশস্ত্র ব্যক্তিকে গুলি করেছে ফরাসি পুলিশ। এতে ওই ব্যক্তির মৃত্যু হয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসি।
জানা গেছে, ওই ব্যক্তি হাতে ছুরি নিয়ে পুলিশের দিকে এগিয়ে গেলে তাকে গুলি করা হয়। রুয়েনের মেয়র নিকোলাস মায়ার-রসিগনাওল বলেন, উপাসনালয়ে হামলা শুধু ইহুদি সম্প্রদায়কে প্রভাবিত করেনি, পুরো শহরকে হতবাক করেছে।
স্থানীয় প্রতিবেদন অনুসারে, সিনাগগ থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয় সময় পৌনে সাতটার দিকে পুলিশ ডাকা হয়। ঘটনাস্থলে পৌঁছলে ওই সশস্ত্র সন্দেহভাজন পুলিশের দিকে এগিয়ে গেলে একজন কর্মকর্তা তাকে গুলি করে।
মেয়র জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। অস্ত্রধারী ব্যক্তি ছাড়া অন্য কেউ হতাহত হয়নি। পুলিশের ‘প্রতিক্রিয়াশীলতা এবং সাহসের জন্য’ তাদের প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন।
গত অক্টোবর থেকে গাজায় চলমান যুদ্ধের কারণে পশ্চিম ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে ফ্রান্সেও ইহুদি বিদ্বেষ বেড়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.