11/23/2024 হজ যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে আগুন লাগায় জরুরি অবতরণ
মুনা নিউজ ডেস্ক
১৬ মে ২০২৪ ১০:৩৭
পবিত্র হজ পালনের জন্য পালনের জন্য সারা বিশ্বের মুসলমানরা সৌদি আরবে যেতে শুরু করেছেন। হাজিদের নিরাপত্তায় নানা পদক্ষেপ নিতে শুরু করেছে সৌদি আরব। সারা বিশ্বের হজযাত্রীরা যখন পবিত্র হজ পালনের জন্য সৌদি রওনা হচ্ছে ঠিক তখনই হজযাত্রীসহ সাড়ে চার শতাধিক যাত্রী নিয়ে একটি বিমান জরুরি অবতরণ করেছে।
গারুদা ইন্দোনেশিয়া এয়ারলাইন্স জানিয়েছে, বুধবার ৪৬৮ যাত্রী নিয়ে সৌদি যাওয়ার পথে একটি বিমান জরুরি অবতরণ করেছে। ইঞ্জিনে আগুন লাগায় বিমানটি জরুরি অবতরণ করে।
ইন্দোনেশিয়ার পতাকাবাহী সংস্থাটি জানিয়েছে, গারুদা ১১০৫ ফ্লাইটটি বোয়িং ৭৪৭-৪০০ বিমান দিয়ে মদিনার উদ্দেশে পরিচালিত হচ্ছিল। স্থানীয় সময় ৫টা ১৫ মিনিটে এটি ইন্দোনেশিয়ার মাকাসার শহরে অবতরণ করে। বিমানের সব যাত্রীরা অক্ষত রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
গারুদার নির্বাহী পরিচালক ইরফান সেটিয়াপুত্রা এক বিবৃতিতে বলেন, বিমানটি উড্ডয়নের পরপরই ইঞ্জিনে স্ফুলিঙ্গ দেখা দেয়। সম্ভবত এটি যাত্রা শুরুর আগে ভালোভাবে পরীক্ষা করা হয়নি। আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিক অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট।
তিনি জানান, বিমানটিতে হজযাত্রীসহ ৪৫০ জন যাত্রী ছিলেন। এ ছাড়া এটিতে ১৮ ক্রু সদস্য ছিলেন। বিমানটি অবতরণের দুই ঘণ্টার মধ্যে যাত্রীদের জন্য নতুন বিমানের ব্যবস্থা করে গারুদা। এ সময় সকলের জন্য বিমানের পক্ষ থেকে বিশ্রামের ব্যবস্থা করা হয়। এ ছাড়া বিমানটিকে নিরাপত্তার জন্য গ্রাউন্ডেড করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, বিমানটি উড্ডয়নের সময় এটির ইঞ্জিন থেকে আগুনের ফুলকি ছুটছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা সম্বব হয়নি এখনও।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.