11/22/2024 মদিনায় হজযাত্রীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে ১৮ হাসপাতাল
মুনা নিউজ ডেস্ক
১৫ মে ২০২৪ ০৬:১৬
মদিনায় এবার হজযাত্রীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে ১৮টি হাসপাতাল। ১৫ মে, বুধবার ইসলামিক ইনফরমেশনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মদিনা হেলথ ক্লাস্টার এই বছর হজযাত্রীদের সেবা করার জন্য ১৮টি হাসপাতাল বরাদ্দ দিয়েছে। হাসপাতালগুলো ২৪ ঘণ্টা সেবা প্রদান করবে।
মদিনা হেলথ ক্লাস্টারের সূত্র অনুসারে, এই চিকিৎসা কেন্দ্র ও হাসপাতালে ২০ হাজার কর্মী থাকবে। তারা সবাই উচ্চ প্রশিক্ষিত। হজযাত্রীদের সাহায্য করার জন্য বিশ্বমানের সরঞ্জাম দিয়েও থাকবে সজ্জিত। তারা সকাল ও সন্ধ্যা দুই ভাগে কাজ করবে।
খবরে আরো বলা হয়েছে, এই হাসপাতালের উচ্চ-সজ্জিত পরীক্ষাগার, ব্লাড ব্যাঙ্ক ও হজ ভ্যাকসিনও থাকবে। জরুরি বিষয়ে প্রতিক্রিয়া জানাতে একটি জরুরি বিভাগও রাখা হয়েছে।
সূত্র : ইসলামিক ইনফরমেশন
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.