11/22/2024 বাখমুত যুদ্ধে ২০ হাজার ওয়াগনার নিহত : প্রিগোজিন
মুনা নিউজ ডেস্ক
২৫ মে ২০২৩ ০৮:৫২
পূর্ব ইউক্রেনের বাখমুত নিয়ন্ত্রণের জন্য মাসব্যাপী যুদ্ধে রাশিয়ার ওয়াগনার ভাড়াটে গ্রুপের অন্তত ২০ হাজার সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন গ্রুপটির প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন।
তিনি বলেছেন, ইউক্রেনে লড়াই করার জন্য কমপক্ষে ৫০ হাজার বন্দিকে নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের মধ্যে প্রায় ২০ শতাংশ নিহত হয়েছেন। খবর আল জাজিরার।
২৪ মে, বুধবার নিজের টেলিগ্রাম চ্যানেলে একটি ভিডিও সাক্ষাৎকারে প্রিগোজিন এ দাবি করেন।
কয়েকদিন আগে ওয়াগনার এবং রাশিয়ান সামরিক বাহিনী বাখমুতের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিজয়ের জন্য সশস্ত্র বাহিনীকে অভিনন্দনও জানিয়েছেন। তবে কিয়েভ বলেছে, তাদের বাহিনী বাখমুতে এখনও লড়াই চালিয়ে যাচ্ছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এবং চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে অযোগ্যতার জন্য অভিযুক্ত করে দেশটির সামরিক নেতৃত্বের তীব্র সমালোচনা করে আসছেন প্রিগোজিন। তিনি সতর্ক করেছেন, বাখমুতে ব্যাপক প্রাণহানি দেশের (রাশিয়ার) জন্য মারাত্মক ঝুঁকি নিয়ে আসছে।
সাক্ষাৎকারে রাশিয়ার সবচেয়ে শক্তিশালী ভাড়াটে নেতা বলেন, ইউক্রেন পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তারা পূর্বে তীব্র লড়াইয়ের কেন্দ্রবিন্দু বাখমুত ঘিরে ফেলার চেষ্টা করবে এবং ক্রিমিয়া আক্রমণ করবে। এই দৃশ্যটি রাশিয়ার জন্য ভাল হবে না। তাই আমাদের একটি কঠিন যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে।
তিনি বলেন, ওয়াগনারের সৈন্যরা শহরটিতে ২৫ মে, বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করবে। এ সময়ের মধ্যে শহরের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর শহরটিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ছেড়ে দেয়া হবে এবং ওয়াগনারের সৈন্যরা বিশ্রাম নিয়ে আবারও নতুন কোনো লড়াইয়ের জন্য প্রস্তুত হবে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, জুনের শুরুর দিকে রাশিয়ান বাহিনীর কাছে বাখমুত হস্তান্তর করবে ওয়াগনার বাহিনী। তবে এখনও বাখমুতের কিছু অংশ দখলে রয়েছে বলে দাবি ইউক্রেনের।
সূত্র: আল জাজিরা
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.