11/22/2024 ফ্লোরিডায় পুলিশের ‘ভুল’ গুলিতে বিমানবাহিনীর সদস্য নিহত
মুনা নিউজ ডেস্ক
১০ মে ২০২৪ ০৮:২১
পুলিশের গুলিতে এবার যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন। কর্মকর্তারা জানান, নিহত বিমানকর্মী হলেন সিনিয়র এয়ারম্যান রজার ফোর্টসন (২৩)। ফ্লোরিডায় ঐ ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে মারা যান তিনি।
এ ঘটনায় গুলিবর্ষণকারী পুলিশ সদস্যের সঙ্গে থাকা ক্যামেরায় ধারণ করা ছবি জনসমক্ষে প্রকাশ করেছে স্থানীয় পুলিশ বিভাগ।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তিকে উদ্ধৃত করে নিহত বিমানকর্মীর পরিবারের একজন আইনজীবী অভিযোগ করেছেন, ভুল বাসায় ঢুকে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ।
তবে পুলিশ এ অভিযোগ নাকচ করে বলেছে, ফোর্টসনকে বন্দুক হাতে দেখতে পেয়ে আত্মরক্ষায় ওই পুলিশ সদস্য গুলি ছুড়েছেন।
ওকালুসা কাউন্টি শেরিফ এরিক এডেন বলেন, ফ্লোরিডার পুলিশ বিভাগ ও অঙ্গরাজ্যের অ্যাটর্নির দপ্তর এ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তে ‘স্বচ্ছতা ও জবাবদিহি’ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
গত ৩ মে ফ্লোরিডার হার্লবার্ট ফিল্ডে ‘স্পেশাল অপারেশনস উইং’ থেকে পাঁচ মাইল দূরে ফোর্টসনের বাড়িতে এ ঘটনা ঘটে।
গুলিবর্ষণকারী পুলিশ সদস্যের নাম প্রকাশ করা হয়নি। ঘটনার পর থেকে ছুটিতে রয়েছেন তিনি।
ওকালুসা কাউন্টি শেরিফ এরিক এডেন বলেন, ফ্লোরিডার পুলিশ বিভাগ ও অঙ্গরাজ্যের অ্যাটর্নির দপ্তর ওই ঘটনার তদন্ত শুরু করেছে।
তদন্তে ‘স্বচ্ছতা ও জবাবদিহি’ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন এরিক এডেন। বলেন, ‘এই তদন্তে সময় লাগবে।’
এরিক আরও বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা কিছু লুকাচ্ছি না বা এমন কোনো পদক্ষেপ নিচ্ছি না; যা ফোর্টসনের পরিবার বা ওই পুলিশ সদস্যের প্রতি অন্যায্য বিচার করা হয়।’
ওই ঘটনায় ধারণ করা ভিডিও ফুটেজ দেখিয়েছেন এরিক এডেন। তাতে দেখা যায়, সংশ্লিষ্ট পুলিশ সদস্য বিমানকর্মী ফোর্টসনের অ্যাপার্টমেন্টে গিয়ে দরজায় কড়া নাড়েন এবং বলেন, শেরিফের দপ্তর থেকে এসেছেন তিনি। পরে দরজা খুললে ফোর্টসনকে ডান হাতে বন্দুক ধরা অবস্থায় দেখা যায়। দরজা খোলার সঙ্গে সঙ্গে পুলিশ সদস্য তাঁকে কয়েকটি গুলি করেন ও অস্ত্র সমর্পণ করতে বলেন। গুলিবিদ্ধ হয়ে মেঝেতে পড়ে যান ফোর্টসন।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বক্তব্য তুলে ধরেন ফোর্টসনের পরিবারের আইনজীবী বেন ক্রাম্প।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.