11/28/2024 এআই সফটওয়্যারের ব্যবহার রোধে নতুন নিষেধাজ্ঞার কথা ভাবছে যুক্তরাষ্ট্র
মুনা নিউজ ডেস্ক
৯ মে ২০২৪ ১০:৪৫
প্রযুক্তি খাতে চীন-যুক্তরাষ্ট্র বিরোধ অন্যতম আলোচ্য বিষয়। চিপ উৎপাদন সংক্রান্ত প্রযুক্তি থেকে শুরু করে উপাদান সরবরাহে নিষেধাজ্ঞা আরোপের পর এবার নতুন উদ্যোগ নিতে যাচ্ছে বাইডেন প্রশাসন। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর মডেল ও সফটওয়্যার ব্যবহার থেকে চীনকে বিরত রাখতে নতুন করে বিধিনিষেধ আরোপ করতে পারে সরকার।
বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ নতুন বিধিনিষেধ আরোপ করতে পারে। ফলে দেশের তৈরি নিজস্ব ও ক্লোজড সোর্স এআই মডেল রফতানি করা যাবে না। এছাড়া এসব মডেলের প্রশিক্ষণে ব্যবহৃত সফটওয়্যার ও তথ্যও গোপন রাখতে হবে। সামরিক খাতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চীন এগিয়ে যাচ্ছে এমন শঙ্কায় আধুনিক এআই চিপের সরবরাহ বন্ধ রয়েছে।
প্রযুক্তিবিদদের মতে নতুন করে কোনো বিধিনিষেধ আরোপ করা মানের আগের অবস্থাকে আরো কঠিন করে তোলা। বর্তমানে মাইক্রোসফটের অর্থায়নে ওপেনএআই, অ্যালফাবেট মালিকানাধীন গুগলের ডিপমাইন্ড ও প্রতিযোগী অ্যানথ্রোপিকসহ বিভিন্ন কোম্পানি ক্লাউডনির্ভর এআই মডেল তৈরি করেছে। সরকারি নজরদারি ছাড়াই কোম্পানিগুলো বিশ্বের বিভিন্ন দেশে এসব মডেল বিক্রি করছে।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সম্প্রদায়, থিংক ট্যাংক এবং শিক্ষাবিদরা উন্নত এআই সক্ষমতার অপব্যবহার ও ক্ষতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। গ্রিফন সায়েন্টিফিক অ্যান্ড র্যান্ড করপোরেশনের গবেষকরা জানান, উন্নত এআই মডেলগুলো এমন তথ্য সরবরাহ করতে পারে, যার মাধ্যমে জৈব অস্ত্র তৈরি করা সম্ভব।
এক বিবৃতিতে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানায়, অপরাধীরা এআইয়ের সহায়তায় বড় পরিসরে শক্তিশালী সাইবার আক্রমণ পরিচালনা করতে পারে। এ সমস্যা মোকাবেলায় যুক্তরাষ্ট্র এআই চিপ ও টুল রফতানিতে বিধিনিষেধ আরোপ করেছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.