11/22/2024 সিঙ্গাপুরে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
মুনা নিউজ ডেস্ক
৮ মে ২০২৪ ০৯:০৪
বুধবার (০৮ মে) সিঙ্গাপুরে অত্যাধুনিক প্রযুক্তির একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় সামরিক বিমানঘাঁটিতে বিমানটি বিধ্বস্ত হয় বলে আন্তর্জাতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে।
সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার পশ্চিমাঞ্চলীয় সামরিক বিমানঘাঁটিতে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পর বিমানের পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। এটি সিঙ্গাপুরের টেঙ্গাই বিমানঘাঁটিতে বিধ্বস্ত হয়।
বিবৃতিতে বলা হয়েছে, পাইলটের এখনো জ্ঞান রয়েছে। তিনি হাঁটতে পারছেন। তবে তার চিকিৎসা চলছে। তিনি ছাড়া অন্য কেউ দুর্ঘটনায় আহত হননি।
মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি উড্ডয়নের সময় সমস্যার মুখোমুখি হয়েছিল। এরপর পাইলট জরুরি পদ্ধতি অবলম্বন করে পদক্ষেপ নেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অন্যতম উন্নত বিমানবাহিনী রয়েছে সিঙ্গাপুরের। দেশটিতে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বিরল।
এর আগে ২০১০ সালে দেশটির একটি সামরিক হেলিকপ্টার ইঞ্জিনের সমস্যার কারণে একটি আবাসিক এলাকার কাছে খোলা মাঠে জরুরি অবতরণ করেছিল।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.