11/22/2024 ফ্রান্সকে রাশিয়ার সতর্কবাণী
মুনা নিউজ ডেস্ক
৮ মে ২০২৪ ০৮:৫২
সম্প্রতি ইউক্রেনে সেনা পাঠানো নিযে ইঙ্গিত দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এর জবাবে রাশিয়া জানায়, ইউক্রেনে সেনা পাঠালে ফ্রান্সকে টার্গেট করবে তারা।
ম্যাক্রোঁর মন্তব্যের পর ফেব্রুয়ারিতে পুরো মাস জুড়ে বিতর্ক চলতে থাকে। তখন তিনি বলেন, ইউক্রেনে স্থল সেনা পাঠানোর বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছিলেন, ইউক্রেনে যদি রাশিয়া জয় পায়, তাহলে ইউরোপের গ্রহণযোগ্যতা শূন্যতে নেমে আসবে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ম্যাক্রোঁ নিজেই রাশিয়ার জন্য এক ধরনের কৌশলগত অনিশ্চয়তা তৈরি করার ইচ্ছা নিয়ে বক্তব্য দিয়েছেন।।
তিনি বলেন, ফ্রান্স যদি সংঘাতপূর্ণ এলাকায় আসে তাহলে তারা রাশিয়ার সেনাবাহিনীর টার্গেটে পরিণত হবে। প্যারিস এর প্রমাণ এরই মধ্যে পেয়েছে বলেও মনে করেন তিনি।
মারিয়া জাখারোভা বলেন, ইউক্রেনে যারা মারা গেছেন তাদের মধ্যে অনেক ফরাসি নাগরিক রয়েছেন, যা রাশিয়ার দৃষ্টিগোচর হয়েছে।
এদিকে টানা পঞ্চমবার রাশিয়ার প্রেসিডেন্টের আসনে বসে অনন্য রেকর্ড গড়ছেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (৭ মে) ক্রেমলিনে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন তিনি। এর ফলে আরও ছয় বছরের জন্য রুশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনের সুযোগ পাচ্ছেন পুতিন। তবে আগের যেকোনো সময়ের তুলনায় এবারের মেয়াদে বেশি ক্ষমতাধর হবেন তিনি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.