11/22/2024 টানা পঞ্চমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন পুতিন
মুনা নিউজ ডেস্ক
৭ মে ২০২৪ ০৯:৪৭
মঙ্গলবার (৭ মে) ক্রেমলিনে আনুষ্ঠানিকভাবে টানা পঞ্চমবারের মত শপথ নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর ফলে আরও ছয় বছরের জন্য রুশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনের সুযোগ পাচ্ছেন পুতিন। তবে আগের যেকোনো সময়ের তুলনায় এবারের মেয়াদে বেশি ক্ষমতাধর হবেন তিনি।
এদিন মস্কোর গ্রান্ড ক্রেমলিন প্যালেসে অনুষ্ঠিত হয় রুশ প্রেসিডেন্টের শপথগ্রহণ। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় রাশিয়ার প্রধান সব টেলিভিশন চ্যানেলে।
রুশ বার্তা সংস্থাগুলো জানিয়েছে, প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানে পুতিনের কাছে ক্ষমতার প্রতীক হস্তান্তর করেন সাংবিধানিক আদালতের চেয়ারম্যান ভ্যালেরি জরকিন। শপথগ্রহণ শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট।
ভাষণে পুতিন বলেন, রাশিয়া বর্তমান ‘কঠিন’ সময়ের মধ্য দিয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে এবং বিজয়ী হবে। তিনি বলেন, আমরা একটি ঐক্যবদ্ধ ও মহান জাতি। একসঙ্গে আমরা সব বাধা অতিক্রম করবো। আমরা যা পরিকল্পনা করেছি, তা উপলব্ধি করবো এবং একসাথে বিজয়ী হবো।
এদিন প্রেসিডেন্ট হিসেবে পুতিনের পঞ্চম মেয়াদের সূচনা হলো। ১৯৯৯ সাল থেকে ক্ষমতায় রয়েছেন তিনি, কখনো প্রধানমন্ত্রী হিসেবে, কখনো প্রেসিডেন্ট হিসেবে।
তার প্রথম দুটি মেয়াদ স্থায়ী হয়েছিল চার বছর। পরে সংবিধান সংশোধন করে রুশ সরকারপ্রধানের মেয়াদ বাড়িয়ে ছয় বছর করা হয়। পুতিনের প্রথম ছয় বছরের মেয়াদ শুরু হয়েছিল ২০১২ সালে এবং দ্বিতীয়টি ২০১৮ সালে। ২০২০ সালে আবারও সংবিধান সংশোধন করা হয়, যার মাধ্যমে ২০২৪ সালেও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পান পুতিন।
গত মার্চের নির্বাচনে ৮৭ শতাংশের বেশি ভোট পেয়ে বিজয়ী হন ৭১ বছর বয়সী এ নেতা। যদিও ওই নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকা এবং ব্যাপক কারচুপির অভিযোগ করেছে পশ্চিমারা।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.