04/06/2025 গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের পথে একমাত্র বাধা হামাস : ব্লিঙ্কেন
মুনা নিউজ ডেস্ক
৪ মে ২০২৪ ০৬:৫৮
পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অভিযোগ করেছেন, গাজায় একটি যুদ্ধবিরতি বাস্তবায়নের পথে একমাত্র বাধা খোদ হামাস। ৩ মে, শুক্রবার অ্যারিজোনায় পররাষ্ট্রমন্ত্রী এই অভিযোগ করেন। তিনি এমন এক সময়ে এই অভিযোগ করলেন, যখন যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নেওয়ার লক্ষ্যে হামাসের প্রতিনিধি দল মিসরের রাজধানী কায়রোর উদ্দেশে রওনা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ব্লিঙ্কেন বলেছেন, ‘আমরা অপেক্ষা করছি যে, কার্যত তাঁরা (হামাস) যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির বিষয়ে হ্যাঁ-সূচক উত্তর দেয় কি না। এই মুহূর্তে বাস্তবতা হলো, গাজার জনগণ ও যুদ্ধবিরতির মধ্যে দাঁড়িয়ে থাকা একমাত্র বিষয়টিই হলো হামাস।’
হামাসকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন বলে বিবেচনা করে এবং ইসরায়েলও এই গোষ্ঠীটিকে নিশ্চিহ্ন করতে চায়। ফলে যুদ্ধবিরতির আলোচনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামাসের সঙ্গে সরাসরি আলোচনায় বসছে না। এই বিষয়টিকে যুদ্ধবিরতি আলোচনার জন্য কঠিন একটি পরিস্থিতি বলে মনে করেন ব্লিঙ্কেন।
এ বিষয়ে ব্লিঙ্কেন বলেন, ‘হামাসের যেসব নেতাদের সঙ্গে আমরা পরোক্ষভাবে জড়িত কাতার ও মিসরের মাধ্যমে—তাঁরা সবাই গাজার বাইরে বসবাস করছেন। আসলে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী তো হলেন সেই সব লোক যারা আসলে গাজাতেই আছেন কিন্তু তাদের সঙ্গে আমাদের কারও কোনো সরাসরি যোগাযোগ নেই।’
এদিকে, হামাস জানিয়েছে, স্থানীয় সময় আজ শনিবার সকালে তাদের প্রতিনিধি দলের কায়রো পৌঁছানোর কথা আছে। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন খলিল আল-হাইয়্যা। হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, গোষ্ঠীটি সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব ‘ইতিবাচক মনোভাব’ নিয়ে বিবেচনা করছে।
ব্লিঙ্কেন যুদ্ধবিরতি বাস্তবায়িত না হওয়ার পেছনে হামাসকে দায়ী করলেও গোষ্ঠীটির শীর্ষ নেতারা মনে করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুই যুদ্ধবিরতি আলোচনাকে পথচ্যুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে হামাস নেতা হোসসাম বাদরান এএফপিকে বলেন, ‘এর আগের দফার (যুদ্ধবিরতি) আলোচনায়ও নেতানিয়াহু বাধা হিসেবে হাজির ছিলেন...এবং এটা পরিষ্কার যে, এখনো তিনিই বাধা হিসেবে হাজির।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.