12/04/2024 চাঁদের উদ্দেশে যাত্রা করল পাকিস্তানের স্যাটেলাইট
মুনা নিউজ ডেস্ক
৩ মে ২০২৪ ১১:১২
ভারতের পর এবার চাঁদে যাচ্ছে পাকিস্তানও। ৩ মে, শুক্রবার প্রথমবারের মতো চাঁদের উদ্দেশ্যে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। পুরো অভিযানে সহায়তা করছে চীন।
পাকিস্তানের গণমাধ্যম জিও টিভি জানিয়েছে, পাকিস্তান এই অভিযানের নাম দিয়েছে আইকিউব-কিউ। শুক্রবার চীনের হাইনান থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রথম চন্দ্র কক্ষপথে যাত্রা করার জন্য দেশ ও সংশ্লিষ্ট বিজ্ঞানীদের অভিনন্দন জানান।
বিবৃতিতে তিনি বলেন, আইকিউব-কিউ স্যাটেলাইট মহাকাশে পাকিস্তানের প্রথম পদক্ষেপ। পাকিস্তানি বিজ্ঞানী, প্রকৌশলী ও দক্ষ কর্মীরা পারমাণবিক প্রযুক্তিতে যে দক্ষতা দেখিয়েছেন, সেভাবে এই ক্ষেত্রে তাদের দক্ষতা প্রমাণ করছেন।
তিনি ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজির (আইএসটি) কোর কমিটি, ডক্টর খুররম খুরশীদ, সুপারকো দলের সকল সদস্য এবং এই প্রকল্পে অংশগ্রহণকারী সবার প্রতি শুভেচ্ছা জানান।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.