11/23/2024 ২য় বারের মত গ্লোবাল র্যাঙ্কিংয়ে খুলনা বিশ্ববিদ্যালয়
মুনা নিউজ ডেস্ক
২ মে ২০২৪ ০৯:২৫
টানা দ্বিতীয়বারের মত যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) -এর গ্লোবাল র্যাঙ্কিংয়ে স্থান করে নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। গ্লোবাল র্যাঙ্কিংয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ১২০১-১৫০০তম অবস্থানে আছে এবং এশিয়ার র্যাঙ্কিংয়ে আছে ৫০১-৬০০তম অবস্থানে। টাইমস হায়ার এডুকেশন এর অফিসিয়াল ওয়েবসাইটে সম্প্রতি এ তালিকা প্রকাশিত হয়েছে।
এবারের প্রকাশিত গ্লোবাল র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়সহ ৯টি বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ২১টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্প এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি মোট ৫টি বিষয়ের ওপর ভিত্তি করে করা গ্লোবাল ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে খুলনা বিশ্ববিদ্যালয় অর্জন করছে যথাক্রমে ১৭%, ৯.৫%, ৪৬.৯%, ১৭.১%, ৪৩.৭%। এ ছাড়াও কর্মী প্রতি শিক্ষার্থী সংখ্যা ১৩.৯%, ছাত্র ও ছাত্রীর অনুপাত ৫৭:৪৩, শিক্ষার্থী (FTE) ৬৯৯৭, ISR প্রকাশনার অনুপাত ২৭%।
২০২১ সালের ২৫ মে খুলনা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন দায়িত্ব গ্রহণের পর বিশ্ব র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের নাম অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দেন। পরে দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের তৎকালীন পরিচালকের নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। যে কমিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, আর্থিক, অবকাঠামো ও অন্যান্য তথ্য-উপাত্ত প্রদান ও সন্নিবেশিত করে। যার ফলশ্রুতিতে ২০২৩ ও ২০২৪ সালের টাইমস হায়ার এডুকেশনের গ্লোবাল র্যাঙ্কিংয়ে স্থান করে নেয় এ বিশ্ববিদ্যালয়টি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রাক্তন পরিচালক ও র্যাঙ্কিং কমিটির তৎকালীন আহ্বায়ক প্রফেসর ড. মো. মুরসালিন বিল্লাহ বলেন, বিশ্ব র্যাঙ্কিং নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন খুবই মনোযোগী, উদ্যোগী এবং আন্তরিক। টানা দ্বিতীয়বারের মতো এই র্যাঙ্কিংয়ে স্থান পাওয়া আমাদের জন্য গর্বের। আমি আশা করি, পরবর্তীতে এই র্যাঙ্কিংয়ে আমরা আরো ভালো অবস্থানে যাব।
এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস বলেন, টাইমস হায়ার এডুকেশন গ্লোবাল ইউনিভার্সিটি র্যাংঙ্কিয়ে স্থান পাওয়া খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত গর্বের বিষয়। বর্তমান উপাচার্যের নেতৃত্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রকাশনা, অবকাঠামো উন্নয়নে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে অতিদ্রুত খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, পরপর দু’বার গ্লোবাল ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে স্থান পাওয়া সকলের জন্য গর্বের। এ জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী সকলের ভূমিকা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান ভালো করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণার ইম্প্যাক্ট খুবই ভালো। বিশ্ব র্যাঙ্কিংয়ের পাশাপাশি এশিয়ার র্যাঙ্কিংয়েও আমরা মর্যাদাপূর্ণ অবস্থানে যাচ্ছি। এই অগ্রযাত্রার কৃতিত্ব সকলের।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ জ্ঞান সৃজন ও বিতরণ। আর এটা সম্ভব গবেষণার মাধ্যমে। এজন্য খুলনা বিশ্ববিদ্যালয়য়ে রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটি হিসেবে গড়ে তোলা হচ্ছে। এক্ষেত্রে শিক্ষকদের গবেষণায় আরও বেশি মনোনিবেশ করতে হবে। পাশাপাশি যুগোপযোগী গবেষণা ও ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বৃদ্ধি করতে হবে যাতে সমাজ, দেশ ও জাতি উপকৃত হয়। তিনি বিশ্ব র্যাঙ্কিংয়ের এই অবস্থান আরও সুদৃঢ় করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.