11/24/2024 চ্যাংপেং ঝাও: পৃথিবীর সবচেয়ে ধনী বন্দী
মুনা নিউজ ডেস্ক
২ মে ২০২৪ ০৮:৩৪
চ্যাংপেং ঝাও যিনি ক্রিপটোকারেন্সি ফার্ম বিনান্সের প্রতিষ্ঠাতা তাকে বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী কারাবন্দী হিসেবে চেনা হয়। মঙ্গলবার (৩০ এপ্রিল) তাঁকে চার মাসের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।
টেলিগ্রাফ জানিয়েছে, চ্যাংপেং ঝাওয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল—গত বছর তিনি একটি ‘যুক্তরাষ্ট্রের অর্থপাচার বিরোধী আইন’ লঙ্ঘন করেছেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝাওকে দোষী সাব্যস্ত করার পর তাঁকে কারাদণ্ড দেন সিয়াটলের একটি আদালত। বিচারের সময় সরকারি কৌঁসুলিরা তাঁর তিন বছরের সাজার জন্য চাপ দিলেও যুক্তরাষ্ট্রের একজন বিচারক তাঁকে চার মাসের সাজা দিয়েছেন। কারণ আদালত ঝাও-এর অতীত আচরণের ইতিবাচক বিষয়গুলো বিবেচনায় নিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাংপেং ঝাও-এর কারাদণ্ড তাঁকে সর্বকালের সবচেয়ে ধনী বন্দীদের মধ্যে অন্যতম করে তুলবে। বিনান্সের মালিকানার মাধ্যমে বর্তমানে তিনি প্রায় ৩৩ বিলিয়ন ডলারের মালিক। গত বছর যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তির অংশ হিসাবে বিনান্সের প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল ৪৭ বছর বয়সী চ্যাংপেং ঝাওকে। তবে এখনো তিনি বিনান্সের প্রায় ৯০ শতাংশ শেয়ার নিজের মালিকানায় রেখেছেন।
এএফপির তথ্যমতে, চ্যাংপেং ঝাও যুক্তরাষ্ট্রের মানি লন্ডারিং বিরোধী আইন লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। এর আগে গত ফেব্রুয়ারিতে অভিযোগ নিষ্পত্তির জন্য ৪.৩ বিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছিল তাঁর প্রতিষ্ঠান বিনান্স।
তিন বছরের কারাদণ্ড দেওয়ার সুপারিশের বিরুদ্ধে ঝাওয়ের আইনজীবীরা বিনান্সে তাঁর দায়িত্ব গ্রহণের পাশাপাশি জনহিতকর কাজের রেকর্ডগুলোও উল্লেখ করেন। ফলে বিচারকেরা তাঁর প্রতি কিছুটা সদয় ছিলেন।
অর্থ লেনদেন প্রতিষ্ঠান বিনান্স ২০১৭ সালে তৈরি করা হয়েছিল। এটি আত্মপ্রকাশের পর ক্রিপটো ট্রেডিং মার্কেটের বেশির ভাগ অংশকে কোণঠাসা করে দিয়েছিল। ফলে খুব দ্রুত সময়ের মধ্যে একজন বিলিয়নিয়ারে পরিণত হন এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী চ্যাংপেং ঝাও। তবে সাম্প্রতিক সময়ে ক্রিপটো বাজারগুলোতে ধস নামলে এই প্রতিষ্ঠানটিও বিপুল মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়।
উল্লেখযোগ্য বিষয় হলো, সম্প্রতি ধসে পড়া ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ এফটিএক্স-এর প্রধান নির্বাহী স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রাইড কয়েক বিলিয়ন ডলার জালিয়াতির দায়ে ২৫ বছরের সাজা পেয়েছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.