11/22/2024 বাংলাদেশে ৪.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
মুনা নিউজ ডেস্ক
২৯ এপ্রিল ২০২৪ ০৩:০২
বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ২৮ এপ্রিল, রোববার রাত ৮টা ৫ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৪।
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, মেহেরপুর, কুষ্টিয়া ও পাবনা জেলায় এই মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
অ্যান্ড্রোয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তরপূরে।
এদিকে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের ঢাকা অফিসের ওয়্যারলেস অপারেটর জহিরুল ইসলাম জানিয়েছেন, রোববারের ভূমিকম্পের ব্যাপারে তারা এখনও কিছু জানেন না।
ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.