11/25/2024 নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে ২ বাংলাদেশি নিহত
মুনা নিউজ ডেস্ক
২৮ এপ্রিল ২০২৪ ০৭:০৫
নিউইয়র্কের বাফেলোতে বন্দুকধারীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। ২৭ এপ্রিল, শনিবার তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
নিউইয়র্ক পুলিশ জানায়, হান্ড্রেট জেনার স্ট্রিটে দুই ব্যক্তিকে গুলি করা হয়েছে; এমন সংবাদ পেয়ে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে ছুটে যায় তারা। পরে তারা দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনার পর আইনশৃ্ঙ্খলাবাহিনী পুরো এলাকা ঘিরে রেখে অভিযান চালাচ্ছে।
তাৎক্ষণিকভাবে নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাতে পারেনি পুলিশ। এছাড়া এ ঘটনায় অপরাধীর বিষয়ে কিছুই জানায়নি পুলিশ।
তবে সিটি অব বাফেলোর এশিয়ান অ্যাডভাইজার শাহী চৌধুরী বাফেলো শহরে দুই বাংলাদেশি নিহতের তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন সিলেটের ইউসুফ ও কুমিল্লার বাবু। এ ঘটনার পর বাফেলো শহরে হাজারো বাংলাদেশির মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
গত মাসে নিউইয়র্কে পুলিশের গুলিতে নিহত হন ১৯ বছর বয়সী বাংলাদেশি তরুণ উইন রোজারিও। ২৭ মার্চ দুপুরে নিউইয়র্কের ওজন পার্কে নিজ বাসা থেকে পুলিশকে ফোন করে সাহায্য চান উইন রোজারিও। নিহতের বাবার দাবি, ফোন পেয়ে পুলিশ তাদের বাসায় গিয়ে মায়ের সামনেই ছেলেকে ছয় রাউন্ড গুলি করে।
পরে উইন রোজারিওর মানসিক সমস্যার কথা জানায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। এমন একজনকে কেন গুলি করে মারতে হলো এমন প্রশ্ন উঠছে স্থানীয় কমিউনিটিতে। যদিও পুলিশের দাবি, উইন কাঁচি নিয়ে তাদের মারতে উদ্যত হয়েছিল।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.